বাংলার সিরিয়াল (Bengali Serial)-প্রেমী দর্শকদের কাছে ইদানিং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলীর (Leena Ganguly) লেখা অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল ‘ধূলোকণা’ (Dhulokona)। এই ধারাবাহিক নিয়ে দর্শকমহলে আলোচনার শেষ নেই। প্রায় প্রতি সপ্তাহেই এই ধারাবাহিকের দর্শকদর জন্য নিত্যনতুন চমক নিয়ে হাজির হচ্ছেন লেখিকা লীনা গাঙ্গুলিও।
আর তাতেই এখন মজে রয়েছেন গোটা বাংলার অগণিত সিরিয়ালপ্রেমী দর্শক। এমনিতেই সব সিরিয়ালের বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ব্যাতিক্রম নয় ধূলোকণাও। এই সিরিয়ালে একটা সময় নায়ক নায়িকা লালন (Lalon) ফুলঝুরি (Fuljhuri)-র বিয়ে নিয়ে দর্শকদের মধ্যে ছিল সে কি কৌতূহল! অনেক ঝড়-ঝাপটা সামলে শেষমেষ চার হাত এক হয়েছিল ‘লালঝুরি’ (Laljhuri)-র।
তারপর গল্পে এসেছে একাধিক নতুন মোড়। ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গিয়েছে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে লালন। এমনকি স্মৃতি হারিয়ে, নতুন নায়িকা তিতিরের (Titir) সাথে তৃতীয়বার বিয়েও সেরে ফেলেছে লালন। আর সেই বিয়ে ঘিরেই সম্প্রতি উত্তাল হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়া। কারণ এই প্রথমবার কোন বাংলা সিরিয়ালে সিঁদুর দানের পরিবর্তে হয়েছিলেন লিপস্টিক দানের বিয়ে (Lipstick Marriage)।
সিঁদুরের গুঁড়োতে এলার্জি আছে বলে নায়িকা তিতির লিপস্টিক দিয়েই সিঁদুর পড়াতে বলেছিলেন গোগল অর্থাৎ লালন কে। সেই থেকে দর্শকদের একাংশ ভেবে নিয়েছিলেন এই তিতির হতে চলেছে ধারাবাহিকের নতুন খলনায়িকা। সবাই ভেবেছিলেন সেই গতে বাঁধা চড়ুই এর মতই আবারো সেও শয়তানি শুরু করে দেবে ধারাবাহিকে।
কিন্তু শেষ মুহূর্তে এসে সবকিছু পাল্টে দিলেন লেখিকা লীনা গাঙ্গুলী। তিতির কে খলনায়িকা নয় বরং দেখা যাচ্ছে পজেটিভ চরিত্রে। এখন জানা আছে তিতির আসলে সাইকোলজির স্টুডেন্ট। তাই লালনের স্মৃতিশক্তি ফিরিয়ে আনার জন্যই লালন কে বিয়ের পিঁড়িতে বসিয়েছিল সে।
আর এই কারণেই সিঁদুর নয় লিপস্টিক দিয়েই বিয়ে করার কথা বলেছিল তিতির। যা দেখে ‘ধূলোকণা’ ভক্তদের দাবি এতদিন না জেনেই যারা তিতিরকে নিয়ে সমালোচনা করা শুরু করেছিলেন এবার তারা মোক্ষম জবাব পেয়েছে।