সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। তাই কর্মব্যস্ত জীবন থেকে অবসর মিলতেই পছন্দের সিরিয়াল দেখতে ভালোবাসেন কমবেশি সকলেই। দর্শকমহলে বিপুল জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল ধুলোকণা (Dhulokona)। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে এই সিরিয়ালের লালন ফুলঝুরির জুটি বেশ জনপ্রিয়। চলতি সপ্তাহের টিআরপি রেটিং ভালো ফল করে থাকে লাগিয়ে দিয়েছে ধুলোকণা।
এই সিরিয়ালের মুখ্য চরিত্র ফুলঝুরির ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মানালি দে (Manali Dey) আর নায়ক লালনের চরিত্রে রয়েছেন অভিনেতা ইন্দ্রাশিষ দে (Indrasish Dey)। উল্লেখ্য তারকাখচিত এই সিরিয়ালটি শুরু হওয়ার অল্প কয়েকদিনের মধ্যেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাই দর্শকদের চাহিদা পূরণের কথা মাথায় রেখে প্রতিনিয়ত এই সিরিয়ালে আনা হচ্ছে নিত্যনতুন চমক।
প্রসঙ্গত এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন সিরিয়ালের নায়ক নায়িকা লালন ফুলঝুরি দুজনেই বস্তিতে থেকে বড় হয়েছে। তাই সেই জায়গা থেকে তাদের রক্তে রয়েছে জীবনসংগ্রাম।এতদিন সিরিয়ালে দেখা যেত বাড়ির ড্রাইভার লালন ড্রাইভারির পাশাপাশি গান গায়। গান তার নেশা।
কিন্তু কিছুদিন আগেই সবাইকে অবাক করে দিয়ে সামনে এসেছে সিরিয়ালের নায়িকা ফুলঝুরির নতুন প্রতিভা। দারুন গানের গলা তার।তাই সকলের উৎসাহে গান শিখে রিয়ালিটি শোয়ের মঞ্চে একের পর এক গান গেয়ে তাক লাগিয়ে দেয় সে। যা নিয়ে একসময় নেটিজেনদের ব্যাপক ট্রোলিংয়ের মুখে পড়েছিল ফুলঝুরি।
এরইমধ্যে প্রকাশ্যে এসেছে সিরিয়ালের একটি নতুন প্রোমো। দেখা যাচ্ছে রিয়ালিটি শোয়ের ফাইনাল রাউন্ডের আগে একই নাম্বার পেয়ে টাই হয়েছে লালন ফুলঝুরির মধ্যে। অন্য দিকে দর্শকাসনে উপস্থিত কুমার শানু সহ অন্যান্য বিচারক বুঝতে পারছেন লালন ফুলঝুরির মধ্যে কাকে বেছে নেবেন। লালন ফুলঝুরির এই গানের লড়াই দেখতে এখন থেকেই অধীর আগ্রহে রয়েছেন দর্শকরাও।