সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। আর এখন তো সিরিয়াল ছাড়া এক মুহুর্ত চলে সিরিয়ালের পোকা দর্শকদের। তাই কাজের ফাঁকে সময় করে কিন্তু পছন্দের সিরিয়াল দেখা এখন দর্শকদের রোজকারের অভ্যাস। আসলে সকলের রোজকার কর্মব্যস্ব্যস্ত জীবনে একমুঠো অক্সিজেনের মতো কাজ করে এই বিনোদনমূলক সিরিয়ালগুলি। তাই নিমেষের মধ্যে দর্শকদের সারাদিনের ক্লান্তি দূর করতে কিন্তু বিনোদনে ভরপুর এই সিরিয়ালগুলির জুড়ি মেলা ভার।
এখন তো সপ্তাহজুড়েই বিনোদনমূলক চ্যানেল গুলোতে চলতে থাকে একের পর এক সিরিয়ালের দাপট। তবে এখন সব সিরিয়ালে টি আর পি (TRP)- ই শেষ কথা। তাই প্রতি সপ্তাহেই বাংলার একাধিক বিনোদন মূলক চ্যানেল গুলোর মধ্যে চলতে থাকে টি আরপির লড়াই। বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে এই টিআরপি চার্টে ভালোই স্কোর চলেছে স্টার জলসার একাধিক জনপ্রিয় সিরিয়াল।
আর গত সপ্তাহের টি আর পি স্কোর বোর্ডে সবাইকে তাক লাগিয়ে বেঙ্গল টপারের মুকুট প্রথম বারের জন্য নিজের ঝুলিতে পুরেছে স্টার জলসার জনপ্রিয় ধূলোকণা (Dhulokona)। মিঠাই, খড়ি দুজনকেই একসাথে বাউন্ডারির বাইরে পাঠিয়ে সেরার সেরা হয়েছে ফুলঝুরি (Phuljhuri)। সিরিয়ালে লালন (Lalon) ফুলঝুড়ির বিয়ে দেখতে দর্শক যে কতটা আগ্রহী ছিলেন টি আর পি চার্টেই স্পষ্ট তার ছবি।
কিন্তু ঢাকঢোল পেটানোই সার হল! ফের একবার চড়ুইয়ের শয়তানি, আর ফুলঝুড়ির মহান হওয়ার একঘেয়ে ন্যাকামির জেরে এবারও লালনের সাথে ভেস্তে গিয়েছে বিয়ে। যা দেখে প্রচন্ড খেপে গিয়েছেন দর্শক। বিশেষ করে বারবার বিয়ের মন্ডপ অবধি পৌঁছেও ফুলঝুড়ির ন্যাকামির জেরে বিয়ে ভেস্তে যাওয়ায় তার ওপর একেবারে খেপে লাল হয়ে আছে দর্শক।
ফুলঝুড়ির এই ন্যাকাপনার জেরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন দর্শকদের একটা বড় অংশ। সকলের দাবি ফুলঝুড়ির এই ন্যাকামি আর সহ্য করা যাচ্ছে না, তাই হয় এই সিরিয়াল বন্ধ করে দেওয়া হোক অথবা ফুলঝুড়িকে বাদ দেওয়া হোক। এরইমধ্যে গতকালের পর্বে দেখা গিয়েছে বিয়ে ভন্ডুল করার পর বড় মামির দেওয়া অভিশাপের কথা লালনকে ফোন করে তার বস্তির বাইরে দেখা করতে যায় ফুলঝুড়ি। এই নাটক দেখে আরও খেপে গিয়েছেন দর্শক।