• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঘরের ছেলে ঘরে ফিরবে নাকি লালন করবে তৃতীয় বিয়ে! আগামীদিনে ‘ধূলোকণা’য় আসছে জমজমাট পর্ব 

Published on:

ধূলোকণা,Dhulokona,লালন,Lalon,ফুলঝুরি,Phuljhuri

বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘ধূলোকণা’ (Dhulokona)। জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলীর লেখা এই ধারাবাহিক নিয়ে দর্শকমহলে আলোচনার শেষ নেই। একটা সময় ছিল যখন ধারাবাহিকের নায়ক নায়িকা লালন (Lalon) – ফুলঝুরির Phuljhuri) বিয়ে দেখার জন্য একেবারে মুখিয়ে ছিলেন দর্শক। অনেক সাধ্য সাধনার পর নানান নাটকীয় পর্বের শেষে লেখিকা শেষমেষ বিয়ে দিয়েছিলেন সিরিয়ালের এই নায়ক নায়িকার।

লালন-ফুলঝুরির বিয়ের জোরেই সেইসময় তড়তড়িয়ে বেড়ে গিয়েছিল সিরিয়ালের টিআরপি। এমনকি পেয়েছিল বাংলার সেরা সিরিয়ালের তকমাও। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন কিছুদিন আগে ধারাবাহিকে দেখা গিয়েছে বিয়ের পর প্রথমবার সমুদ্রে ঘুরতে গিয়েছিল লালন ফুলঝুরি। সেখানে গিয়েও আরো একবার চড়ুইয়ের মা চন্দ্রেয়ীর কথায়  ষড়যন্ত্র করে তার বান্ধবী শ্রীরূপা লালনকে সমুদ্রে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল।

ধূলোকণা,Dhulokona,লালন,Lalon,ফুলঝুরি,Phuljhuri

তারপর থেকে জল গড়িয়েছে অনেক দূর। ইতিমধ্যেই  চান্দ্রেয়ী  এবং শ্রীরূপা দুজনকেই পুলিশে ধরে নিয়ে গিয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে দুর্ঘটনার পর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে লালন। ফুলঝুরিকে সে কিছুতেই চিনতে পারছে না। অন্যদিকে এখন লালন গিয়ে উঠেছে এক চিকিৎসকের বাড়িতে।

ধূলোকণা,Dhulokona,লালন,Lalon,ফুলঝুরি,Phuljhuri

এখন দেখা যাচ্ছে লালনের সাথে বিয়ে ঠিক হয়েছে ওই চিকিৎসকেরই মেয়ে তিতিরের। এরইমধ্যে দেখা গিয়েছে  লালনের সাথে যে আগে ফুলঝুরির  বিয়ে ঠিক হয়েছিল একথা জেনে গিয়েছে তিতির। অন্যদিকে  স্মৃতিশক্তি হারিয়ে লালন এখন তিতিরের সাথে বিয়ের আনন্দে মশগুল। সে আনন্দে রয়েছে তার বিয়ে হবে আলো জ্বলবে এসব নিয়ে।
এরই মধ্যে দেখা যাচ্ছে লালন ফুলঝুরির বাড়ির সবাই জেনে গিয়েছে লালন বেঁচে রয়েছে। কিন্তু সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ফুলঝুরি আর বৌমনির সাথে  লালনকে দেখতে এসেছে লালনের মা, দিদি, বাবা এবংফুলঝুরির পরিবারের সদস্যরা। এখন দেখার আগামী দিনে কি মোড় নিতে চলেছে এই ধারাবাহিক। লালন  তার পরিবারের লোকজনের সাথে এবার বাড়ি ফিরে যাবে? নাকি লেখিকা নতুন নায়িকা তিতিরের সাথে বিয়ে দেখাবে লালনের।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥