বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘ধূলোকণা’ (Dhulokona)। জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলীর লেখা এই ধারাবাহিক নিয়ে দর্শকমহলে আলোচনার শেষ নেই। একটা সময় ছিল যখন ধারাবাহিকের নায়ক নায়িকা লালন (Lalon) – ফুলঝুরির Phuljhuri) বিয়ে দেখার জন্য একেবারে মুখিয়ে ছিলেন দর্শক। অনেক সাধ্য সাধনার পর নানান নাটকীয় পর্বের শেষে লেখিকা শেষমেষ বিয়ে দিয়েছিলেন সিরিয়ালের এই নায়ক নায়িকার।
লালন-ফুলঝুরির বিয়ের জোরেই সেইসময় তড়তড়িয়ে বেড়ে গিয়েছিল সিরিয়ালের টিআরপি। এমনকি পেয়েছিল বাংলার সেরা সিরিয়ালের তকমাও। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন কিছুদিন আগে ধারাবাহিকে দেখা গিয়েছে বিয়ের পর প্রথমবার সমুদ্রে ঘুরতে গিয়েছিল লালন ফুলঝুরি। সেখানে গিয়েও আরো একবার চড়ুইয়ের মা চন্দ্রেয়ীর কথায় ষড়যন্ত্র করে তার বান্ধবী শ্রীরূপা লালনকে সমুদ্রে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল।
তারপর থেকে জল গড়িয়েছে অনেক দূর। ইতিমধ্যেই চান্দ্রেয়ী এবং শ্রীরূপা দুজনকেই পুলিশে ধরে নিয়ে গিয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে দুর্ঘটনার পর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে লালন। ফুলঝুরিকে সে কিছুতেই চিনতে পারছে না। অন্যদিকে এখন লালন গিয়ে উঠেছে এক চিকিৎসকের বাড়িতে।