শুরু থেকেই সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে লীনা গাঙ্গুলীর (Leena Ganguly) লেখা জনপ্রিয় সিরিয়াল ‘ধূলোকণা’ (Dhulokona)। এই ধারাবাহিক নিয়ে দর্শকদের একাংশের মাথাব্যাথার শেষ নেই। ধারাবাহিকে নায়িকা ফুলঝুরির (Phuljhuri) চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মানালি দে (Manali Dey) আর নায়ক লালনের (Lalon) চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ইন্দ্রাশিষ রায় (Indrashish Roy)।
এমনিতেই এখনকার দিনে যে কোনো সিরিয়ালের ক্ষেত্রে শেষ কথা বলে টিআরপি। আর সপ্তাহজুড়ে চলতে থাকা এই টি আর পি-র খেলায় এগিয়ে থাকতে এখন বেশিরভাগ সিরিয়ালেই দেখা যায় আজগুবি সব গল্প। যার ফলে হাসির খোরাক পেয়ে যান নেটিজেনরাও। এই যেমনটা ইদানিং চলছে, ধূলোকণা সিরিয়ালে। স্মৃতিশক্তি ফিরে আসার পরেও লালন নাকি এখনো মানসিকভাব পুরোপুরি সুস্থ নয়।
তাই ফুলঝুরি নয় এখন সে শুধু থাকতে চায় তিতিরের (Titir) কাছেই। কিছুদিন আগেই ধারাবাহিকে এই তিতির চরিত্রে এন্ট্রি হয়েছে জনপ্রিয় টেলি অভিনেত্রী সম্পূর্ণা মন্ডলের।ধারাবাহিকে এখন দেখা যাচ্ছে ফুলঝুরির থেকে মন উঠে গিয়েছে লালনের। তাই এখন তিতিরের জন্যই এক প্রকার পাগল হয়ে উঠেছে সে। তাই ফুলঝুরিও তাদের সম্পর্কের বাঁধন থেকে মুক্তি পুরোপুরি দিতে চায় লালনকে।
একথা শোনার পর থেকেই তিতিরের মা আবার নতুন করে লালনের সাথে তিতিরের বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে। এই পর্ব দেখার পরেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে একটি পোস্ট। সেই পোস্টে দেখে জানা যাচ্ছে ধূলোকণা সিরিয়ালের আসন্ন ট্র্যাক। সোশ্যাল মিডিয়ায় জনৈক ওই নেটিজেনের দাবি এবার বেশ কয়েক বছর এগিয়ে যাবে ধূলোকণার গল্প। সেইসাথে আগামীদিনে লালনের সন্তানের মা হবে তিতির। আর ফুলঝুরি হবে তাদের সন্তানের মাসি।

দেখতে থাকো ধুলোময়লা প্রতিদিন 8pm এ শুধুমাত্র স্টার জলসায় ।”