রোজকার ব্যস্ত জীবনে একমুঠো অক্সিজেনের মতো কাজ করে বিনোদনমূলক সিরিয়ালগুলি। দর্শকদের সারাদিনের ক্লান্তি দূর করতে করতে কিন্তু এই সিরিয়ালের জুড়ি মেলা ভার। এখন সপ্তাহজুড়েই বিনোদনমূলক চ্যানেল গুলোতে চলতে থাকে একের পর এক সিরিয়ালের দাপট। বাংলা সিরিয়ালের সাথে দর্শকদের সম্পর্ক কিন্তু আজকের নয়। আর এই মুহুর্তে সারা দেশেই কিন্তু বেশ জনপ্রিয় বাংলার একাধিক সিরিয়াল।
তবে এখন সিরিয়াল মানেই টি আর পি (TRP)- ই শেষ কথা। তাই প্রতি সপ্তাহেই বাংলার একাধিক বিনোদন মূলক চ্যানেল গুলোর মধ্যে চলতে থাকে টি আরপির লড়াই। তবে সিরিয়ালের পোকা দর্শকরা ভালোই জানেন বিগত বেশ কিছুদিন ধরে এই টিআরপি চার্টে ভালোই স্কোর চলেছে স্টার জলসার একাধিক জনপ্রিয় ধারাবাহিক। তাই সব মিলিয়ে সময়টা বেশ ভালোই যাচ্ছে স্টার জলসার।
দর্শকদের মনোরঞ্জন করতে একের পর এক সিরিয়ালে আনা হচ্ছে নতুন চমক। প্রসঙ্গত জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলির লেখা স্টার জলসার এমনই এক জনপ্রিয় মেগা সিরিয়াল হল ধূলোকণা (Dhulokona)। এই সিরিয়ালের নায়িকা ফুলঝুরি (Phuljhuri) এবং লালন (Lalon) শুরু থেকেই দর্শকদের অত্যন্ত প্রিয় জুটি। কিন্তু সেই কবে থেকে নায়ক তাদের বিয়ে হবে হবে করেও শেষ পর্যন্ত ভেস্তে যাচ্ছে।
লালন ফুলঝুরি দুজনেই কখনও বিপদে পড়ছে নয়তো কখনও অসুস্থ হয়ে পড়ছে। সেইসাথে চড়ুইয়ের একের পর এক শয়তানি তো আছেই। যার জেরে কিছুদিন আগেই চোখের দৃষ্টি শক্তি হারিয়ে এবার অন্ধ হয়ে গিয়েছে ফুলঝুরি। তাই এই অবস্থায় লালন কে বিয়ে করে সারা জীবনের জন্য তার বোঝা থাকতে চায় না ফুলঝুরি। কিন্তু বারবার চড়ুইয়ের শয়তানি আর লালন ফুলঝুরির বিয়েতে বাধা দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছেন দর্শকরাও।
তাই দর্শক টানতে এবার ধূলোকণায় আসতে চলেছে মোড় ঘোরানো নতুন ট্রাক। এমনিতে দর্শকরা আগেই কিছুটা হলেও আভাস পেয়েছিলেন ছোট মামু অর্থাৎ বুলেটের (Bullet) সাথে ফুলঝুরির রক্তের সম্পর্ক রয়েছে। এবার এসে গিয়েছে এই সিরিয়ালের মোড় ঘোরানো নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে লালনের সাথে ফুলঝুরির বিয়ের দিন বুলেট তার স্ত্রী পরমা (Parama) কে নিয়ে হাজির হয়। আর সবার সামনে জানিয়ে দেয় ফুলঝুরি অনাথ নয়, এরপর ফুলঝুরি কে নিজের মেয়ে বলে পরিচয় দেয় সে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই নতুন প্রোমো।