• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পর সমুদ্রে যেতেই ভাঙলো সুখের সংসার! ডুবে মরলো লালন, এবার বন্ধ হোক দাবি নেটিজেনদের 

Published on:

ধূলোকণা,Dhulokona,লালন,Lalon,ফহুলঝুরি,Fhuljhuri,নতুন প্রমো,New Promo,ট্রোলিং,Trolling

বাঙালির রোজকার বিনোদনের ডেলিডোজ মানেই মেগা সিরিয়াল। অবসর সময়ে পছন্দের সিরিয়াল দেখা এখনকার দিনে  দর্শকদের রোজকারের অভ্যাস। আর ইদানীং তো সিরিয়াল ছাড়া এক মুহুর্তও চলে না দর্শকদের। তাই বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই প্রত্যেক বাড়ির ড্রয়িং রুমেই চা আর তেলেভাজার সাথে সাথেই চলতে থাকে একের পর এক সিরিয়ালের মেলা।তাছাড়া সিরিয়াল দেখা এক এমনই অভ্যাসে পরিণত হয়েছে যে পছন্দের চরিত্রদের টিভির পর্দায় না দেখা পর্যন্ত গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের।

এখনকার দিনে সিরিয়াল মানেই টিআরপি। তাই এই টিআরপি লিস্টে এগিয়ে থাকতে এখন সপ্তাহ জুড়ে বিনোদনমূলক সিরিয়ালগুলোতে আনা হয় নিত্যনতুন চমক। বাংলা সিরিয়ালে ইদানিং অত্যন্ত্য গুরুত্বপূর্ণ একটি বিক্ষোয় হয়ে উঠেছে নায়ক নায়িকার বিয়ে। বড়শি টিআরপি পাওয়ার আশায় এই বিয়ে ঘিরে কমবেশি সব সিরিয়ালেই  থাকে অতি নাটকীয়তা। কিছুদিন আগে এই বিয়ের কারণেই  বাংলা সিরিয়ালপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে লীনা গাঙ্গুলীর লেখা জনপ্রিয় সিরিয়াল ‘ধূলোকণা’ (Dhulokona)।

ধূলোকণা,Dhulokona,লালন,Lalon,ফহুলঝুরি,Fhuljhuri,নতুন প্রমো,New Promo,ট্রোলিং,Trolling

বিয়ের ধাক্কায় একলাফে বেঙ্গল টপারের পালক পর্যন্ত জুড়েছিল ‘ন্যাকা’ ফুলঝুরির মুকুটে। অন্যদিকে বিয়ের পর ,লালন ফুলঝুরির জীবনে এসেছে বিপুল পরিবর্তন। অনেক ঝড়ঝাপটা সামলে শেষ পর্যন্ত এক হয়েছে দর্শকদের প্রিয় ‘লালঝুরি’ জুটি।। এখন বস্তিতেই লালনের বাড়িতেই সুখে শান্তিতে সংসার করছে লালন ফুলঝুরি জুটি। সেইসাথে মাঝেমধ্যেই গানের অনুষ্ঠান করতেও যায় তারা।

ধূলোকণা,Dhulokona,লালন,Lalon,ফহুলঝুরি,Fhuljhuri,নতুন প্রমো,New Promo,ট্রোলিং,Trolling

এরই মধ্যে সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘ধূলকণা’ সিরিয়ালের একেবারে নতুন একটি প্রমো। সেই  ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ের পর প্রথম সমুদ্রে গিয়ে ঘুরতে গিয়েছে লালন ফুলঝুরিসহ সিরিয়ালের আরো অন্যান্য সদস্যরা।  সেখানেই নাচের জন্য প্রোগ্রাম করতে গিয়েছে  চড়ুইও। কিন্তু বিয়ের পর লালন ফুলঝুরি খুশিতে থাকলেও একেবারেই মন মরা হয়ে গিয়েছে চড়ুই।  তাই মেয়েকে কষ্টে দেখে লালন ফুলঝুরিকে নতুন করে বিপদে ফেলতে  ষড়যন্ত্র করতে শুরু করেছে চড়ুইয়ের মা।

ধূলোকণা,Dhulokona,লালন,Lalon,ফহুলঝুরি,Fhuljhuri,নতুন প্রমো,New Promo,ট্রোলিং,Trolling

ঘুরতে গিয়েও এক পুরনো বান্ধবী পেয়েছে সে। তার সাথে ষড়যন্ত্র করে যে কোন ভাবেই ফুলঝুরি সর্বনাশ দেখতে চাইছে সে।  এর পরেই দেখা যাচ্ছে সমুদ্রের মধ্যে লালনকে টেনে নিয়ে যাচ্ছে কোন এক ব্যক্তি। তারপরেই লালন বলে চিৎকার করে বুকফাটা কান্নায় ভেঙে পড়ছে ফুলজুরি। সোশ্যাল মিডিয়ায় ধূলোকানার এই প্রমো দেখে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ সমুদ্রে গিয়ে লালন কে ডুবে যেতে দেখে শুরু করেছেন ট্রোলিং। আবার অনেকেই বহুদিন পর ধূলোকনার নতুন প্রমো দেখতে পেয়ে ভীষণ খুশিও হয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥