আর কোনো জল্পনা নয় সত্যিই শেষ হচ্ছে ধূলোকণা। ইতিমধ্যেই চ্যানেল কর্তৃপক্ষের তরফেও শিলমোহর দেওয়া হয়েছে এই খবরে। আগামী ১১ ডিসেম্বর টিভির পর্দায় শেষবারের মতো দেখা যাবে দর্শকদের প্রিয় জুটি লালন-ফুলঝুড়িকে। যার ফলে বোঝাই এখন একেবারে অন্তিম লগ্নে এসে দাঁড়িয়েছে লীনা গাঙ্গুলীর লেখা এই সিরিয়াল।
বলা নেই কওয়া নেই, পছন্দের সিরিয়াল এইভাবে আচমকা বন্ধ হয়ে যাওয়ায় একেবারেই মন ভালো নেই ধূলোকণা ভক্তদের। আসলে দিনের পর দিন পছন্দের সিরিয়াল টিভির পর্দায় দেখতে দেখতে সিরিয়ালের প্রিয় চরিত্ররা কখন যেন দর্শকদের একেবারে ঘরের মানুষ হয়ে ওঠেন। ধূলোকণার লাসলোন ফুলঝুরিও তেমনি। দর্শকরা তাদের বড্ড ভালোবাসেন। তাই ভালোবেসে কেউ তাদের ‘লালফুল’ আবার কেউ ‘লালঝুরি’বলে থাকেন।
সবমিলিয়ে এইভাবে মাঝপথেই পছন্দের সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিবাদে নেমেছেন ধূলোকণা ভক্তরা। এসবের মধ্যেই সম্প্রতি এই সিরিয়ালের একজন একনিষ্ঠ ভক্ত লালন ফুলঝুরির একটি রোমান্টিক নাচের ভিডিও শেয়ার করে নিয়ে লিখেছেন ‘লালন – ফুলঝুরির ভালোবাসার মূহুর্তের সাক্ষী থাকুন আপনারাও।’ সেইসাথে সকলের কাছে তিনি অনুরোধ করেছেন’ধূলোকণার’ অন্তিমপর্ব দেখার জন্য।
উলেখ্য এমনিতে লীনা গাঙ্গুলির লেখা ধূলোকণা নিয়ে দর্শকদের মাথাব্যথার শেষ নেই। পরকীয়াকে বড় করে দেখানো,কিংবা লালন তিতিরের লিপস্টিকের বিয়ে ইত্যাদি নানান বিষয়কে কেন্দ্র করে এই সিরিয়ালের বিরুদ্ধে দর্শকদের অভিযোগের শেষ নেই। তার মধ্যে ইদানিং দেখা যাচ্ছে মানসিক অসুস্থতার অজুহাতে নায়ক লালন ফুলঝুরিকে ভুলে সারাক্ষণ তিতিরের নাম জপ করছে। খুব শীঘ্রই ধারাবাহিকের বিয়েও হতে চলেছে তাদের।
(ভিডিওটি দেখার জন্য উপরের লিংকে ক্লিক করুন।)
এদিকে অন্তঃসত্তা হয়ে পড়েছে ফুলঝুরি। এসবের মধ্যেই ধারাবাহিকের এন্ট্রি হয়েছে ফুলঝুরির হতে পারতো বর অঙ্কুরের।যা দেখে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন দর্শকরা। সকলেই ভাবছিলেন অঙ্কুর আসায় এবার একটা হিল্লে হতে চলেছে ফুলঝুরির। কিন্তু এর মধ্যেই ধূলোকণা ভক্তদের জন্য এসে গিয়েছে অত্যন্ত খারাপ খবর। নতুন সিরিয়ালের ধাক্কায় স্লট চেঞ্জ তো দূরের কথা একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে দর্শকদের প্রিয় ‘লালঝুরি’র গল্প। এই খবর জানাজানি হতেই গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন এই সিরিয়ালের দর্শকরা।