সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। আজকের দিনে সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল স্টার জলসার ‘ধূলোকণা’ (Dhulokona)। জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলীর লেখা এই ধারাবাহিক নিয়ে দর্শকদের মধ্যে আলোচনার শেষ নেই। এমিনতেই এখনকার দিনে যে কোনো সিরিয়ালের ক্ষেত্রে শেষ কথা বলে টিআরপি।
টিআরপিতে ভালো স্কোর করতে বেশিরভাগ সিরিয়ালেই গল্পের গরু গাছে ওঠে। ব্যতিক্রম নয় এই ধূলোকণা সিরিয়ালও। কিছুদিন আগেই সিরিয়ালের নায়ক লালন (Lalon)-কে দেখা গিয়েছিল স্মৃতিশক্তি হারিয়ে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে। তিতিরের (Titir) সাথে সেই বিয়েতে সিঁদুরের বদলে লিপস্টিক পরিয়ে রাতারাতি শিরোনামে উঠে এসেছিল এই সিরিয়াল।
যা নিয়ে মজার মীমে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। যদিও লিপস্টিক বিয়ে দেখিয়ে ফলও পাওয়া গিয়েছে হাতেনাতে। এক ঝটকায় টিআরপি তালিকায় সেরার সেরা হয়েছে ‘লালঝুরি’র ধূলোকণা। এই সিরিয়ালের নিয়মিত দর্শক যারা তারা সকলেই জানেন স্মৃতিশক্তি ফিরে আসার পরেও ইদানিং তিতিরকে কিছুতেই ভুলতে পারছে না লালন। ফুলঝুরি (Fuljhuri)-র সাথে থেকেও কথায় কথায় টেনে আনছে তিতিরের প্রসঙ্গ।
বিষয়টা মোটেই ভালো চোখে দেখছেন না সিরিয়ালের দর্শকরা। কখনও ফুলঝুরি কখনও তিতির লালনের এই দু নৌকায় পা দিয়ে চলার স্বভাব দেখে লেখিকা লীনা গাঙ্গুলীর ওপরেই ক্ষোভ উগরে দিয়েছেন দর্শকদের একাংশ। অনেকে আবার বলছেন আসলে এই সবটাই তিতিরের চাল। সবার সামনে ভালো সাজার নাটক করে সে লালনকে মানসিক ভাবে অসুস্থ করে রাখতে চাইছে।
সব মিলিয়ে হঠাৎ করেই ফুলঝুরির ওপর থেকে লালনের মন উঠে যাওয়ায় আর তিতিরের জন্য লালনের ন্যাকামি দেখতে দেখতে আবার সত্যিই বিরক্ত দর্শকদের একটা বড় অংশ। এরইমধ্যে এসে গিয়েছে ধূলোকণার নতুন এক ধামাকাদার প্রমো (New Promo)। এই প্রোমোতে দেখা যাচ্ছে দর্শকদের আশঙ্কাকে সত্যি করেই এবার ডিভোর্সের (Divorce) সিদ্ধান্ত নিতে চলেছে লালন-ফুলঝুরি। কারণ তাদের দুজনের কেউই আর একসাথে থাকতে চায় না।
এরই মধ্যে এন্ট্রি নিতে দেখা যায় লালনের ‘লিপস্টিক’ বৌ তিতিরকে। লালন-ফুলঝুরির ডিভোর্সের ঠিক আগের মুহূর্তেই সে উকিলের হাতে খামে ভরা কিছু দরকারি কাগজ ধরিয়ে দেয়। এখন দেখার তিতিরের দেওয়া ওই কাগজ নতুন করে কি মোড় আনে লালন-ফুলঝুরির জীবনে। এদিকে ভিডিও দেখে হাসি থামছে না নেটিজেনদের। কেউ বলছেন ‘লেখিকা এইভাবে লালনের ডিভোর্স দিয়ে আবার বিয়ে দেবে’। আবার কেউ বলছেন ‘জঘন্য সিরিয়াল’।