বাঙালি দর্শকদের জন্য নতুন বছরের আগেই বিনোদনের নতুন মেনু তুলে ধরছে চ্যানেলগুলি। একাধিক পুরোনো সিরিয়াল শেষ হয়ে আসছে নতুন গল্প। ষ্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ধূলোকনাও (Dhulokona) শেষ হতে চলেছে আগামী কয়েক দিনের মধ্যেই। কিন্তু শেষ পর্যন্ত কি হবে? এই নিয়ে দর্শকদের মধ্যে উৎকণ্ঠার শেষ নেই। লালন-ফুলঝুরি দুজনকেই শেষ অবধি এক হবে, নাকি মারা যাবে ফুলঝুরি?
একসময় প্রেমকাহিনী নিয়ে শুরু হলেও লেখক লীনা গাঙ্গুলি গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। একাধিক বিয়ে পরকীয়া থেকে কূটকচালি কোনোটাই বাদ যায়নি। গতমাসেই লিপ্সটিক পরিয়ে তিতিরকে বিয়ে করা নিয়ে ব্যাপক ট্রোলিংয় হয়। এরপর দেখা যায় স্মৃতি শক্তি ফিরলেও তিতিরকেই বিয়ে করতে চায় লালন। এদিকে ফুলঝুরিকে গর্ভবতী দেখানো হতেই শুরু হয় তুমুল ট্রোলিং। যার জেরে মা হওয়ার ট্র্যাক পাল্টে ফুলঝুরির টিউমার হয়েছে বলে ঘুরে দেওয়া হয় গল্পের মোড়।
ইতিমধ্যেই লালন তিতিরের কাছে চলে যেতে ফুলের জীবনে এন্ট্রি নিয়েছে অঙ্কুর। শুরু থেকেই ফুলঝুরিকে ভালোবাসত সে। দর্শকদের অনেকেই চান যাতে লালনের কাছে ফিরে না গিয়ে অঙ্কুরকেই বিয়ে করে ফুলঝুরি। বাড়ি থেকেও সেই মতোই আয়োজন করা হচ্ছিলো। কিন্তু এখানেও টুইস্ট, ফুলঝুরির অসুস্থতার খবর পেতেই সব মনে পরে যায় লালনের। তিতিরকে ছেড়ে আবারও নিজের ফুলঝুরির কাছে দৌড়ে এসেছে সে।
এর আগেও একবার বিয়ের মন্ডপ থেকে উঠে গিয়ে লালন-ফুলঝুরির বিয়ে দিয়েছিল অঙ্কুর। এবারেও তাকে বলতে দেখা যায়, এবারও তোমাদের মিল না হয় আমিই করাবো। যেটা শোনার পরেই রীতিমত শোরগোল পরে গিয়েছে লাল-ফুল ভক্তদের মাঝে। কারণ নেটিজেনদের মতে, অংকুরের সাথে সুবিচার হল না শেষ পর্যন্ত। সারাজীবন পাশে থেকেও হেরে গেল ভালোবাসা!
যদিও সিরিয়ালের শেষ সম্প্রচারের আরও একদিন বাকি তবে এখন থেকেই দর্শকদের মনে শেষ দৃশ্যের উত্তেজনা লক্ষ করা যাচ্ছে। একাংশের মতে ফুলঝুরি অংকুরের বিয়ে দিয়েই শেষ হোক ধূলোকনা। তো আরেকাংশের আশঙ্কা, লীনা গাঙ্গুলির সিরিয়ালে অপারেশন হলে কেউ আর বেঁচে ফেরে না। ঠিক যেমনটা খড়কুটো’র গুনগুনের ক্ষেত্রে হয়েছিল। হয়তো সেভাবেই ফুলঝুরির মৃত্যু দিয়ে শেষ হবে ধূলোকনা। তবে আদতে কোনটা হয় সেটা আগামীকালের শেষ সম্প্রচার দেখলেই বোঝা যাবে।