• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জমে উঠেছে ধূলোকণা! বিয়ের আগে মুখোমুখি ফুলঝুরির প্রাক্তন-বর্তমান,লালন-অংকুর

Published on:

ধূলোকণা,Dhulokona,লালন,Lalon,ফুলঝুরি,Phuljhuri,অংকুর,Ankur

দর্শকদের রোজকার জীবনের বিনোদনের অন্যতম অঙ্গ হল সিরিয়াল। তাই প্রতিদিনের অবসর সময়ে সিরিয়াল দেখতেভালোবাসেন সবাই। টি আর পি লিস্টে অবিশ্বাস্য রেজাল্ট করার পর থেকেই ইদানিং দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ধূলোকণা (Dhulokona)। এই সিরিয়ালের নায়ক-নায়িকা লালন (Lalon) – ফুলঝুরি (Phuljhuri) জুটিকে দারুন পছন্দ করেন দর্শক।

জনপ্রিয় এই সিরিয়ালের নায়ক লালনের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ইন্দ্রাশীষ রায় (Indrashish Roy) আর নায়িকা ফুলঝুড়ির ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী মানালি দে (Manali Dey)-কে। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন ঝগড়া দিয়ে শুরু হলেও পরবর্তীতে একে অপরকে চোখে হারাতে শুরু করে লালন ফুলঝুড়ি।

ধূলোকণা,Dhulokona,লালন,Lalon,ফুলঝুরি,Phuljhuri,অংকুর,Ankur

লালনের সাথে বিয়ে ভেঙে যাওয়ার পর থেকেই ইদানীং জীবনটাই বদলে গিয়েছে ফুলঝুরির গোটা জীবন। কিছুদিন আগে পর্যন্তও  যে বাড়িতে বাসন মেজে পেট চলত তার এখন যাচ্ছে সেই বাড়িরই মেয়ে সে। এখন গান গেয়ে চারদিকে বিরাট নামডাক তার। এরইমধ্যে সিরিয়ালে এন্ট্রি নিয়েছে নতুন চরিত্র অংকুর।

ধূলোকণা,Dhulokona,লালন,Lalon,ফুলঝুরি,Phuljhuri,অংকুর,Ankur

তার সাথেই বিয়ের ঠিক হয়েছে ফুলঝুরির। এই অংকুরের (Ankur) চরিত্রে অভিনয় করছেন তথাগত মুখার্জী। ইদানীং সিরিয়ালে তাদেরই বিয়ের তোড়জোড় চলছে। ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে অংকুর আর ফুঝুরির বিয়ের জন্য তাদের দুই বাড়ি তরফে পাকা কথা হয়ে গিয়েছে।

ধূলোকণা,Dhulokona,লালন,Lalon,ফুলঝুরি,Phuljhuri,অংকুর,Ankur

এরইমধ্যে ষ্টার জলসার তরফে তাদের ফেসবুক পেজে সিরিয়ালের একটি ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে লালনকে আলাদা করে একটি রেস্টুরেন্টে ডেকে দেখা করতে চেয়েছে ফুলঝুরির হবু বর অংকুর। যথারীতি লালন সেখানে গিয়ে পৌঁছানোর পরে অংকুর তার কাছে সরাসরি জানতে চায় সে ফুলঝুরিকে ভালবাসে কিনা! উত্তরে লালন সরাসরি কিছু না জানালেও সত্যিটা বুঝতে বাকি থাকে না অংকুরের। কিন্তু হঠাৎ সে কেন এমন কথা জানতে চাইলো সে কথাই ভেবে চলেছেন দর্শক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥