বাঙালির বিনোদনের ডেলি ডোজ হল মেগা সিরিয়াল। তাই কর্মব্যস্ত জীবন থেকে অবসর মিলতেই পছন্দের সিরিয়াল দেখতে বসে যান সকলেই। দর্শকমহলে বিপুল জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল ধুলোকণা (Dhulokona)। দর্শকমহলে এই সিরিয়ালের লালন ফুলঝুরির জুটি বেশ জনপ্রিয়। গত সপ্তাহের টিআরপি রেটিং ভালো ফল করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে ধুলোকণা।
এই সিরিয়ালের মুখ্য চরিত্র ফুলঝুরির ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মানালি দে (Manali Dey) আর নায়ক লালনের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা ইন্দ্রাশিষ দে (Indrasish Dey)-কে। উল্লেখ্য এই সিরিয়ালের বয়স অল্প হলেও কয়েকদিনের মধ্যেই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সিরিয়ালটি। তাই দর্শকদের চাহিদা পূরণের কথা মাথায় রেখে প্রতিনিয়ত এই সিরিয়ালে আনা হচ্ছে নিত্যনতুন চমক।
প্রসঙ্গত এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন সিরিয়ালের নায়ক লালন পেটের দায়ে ড্রাইভারির কাজ করলেও তার নশা হল গান। কিছুদিন আগেই সবাইকে অবাক করে দিয়েছে সিরিয়ালের নায়িকা ফুলঝুরি। দারুন গানের গলা তার। তাই সকলের উৎসাহে গান শিখে রিয়ালিটি শোয়ের মঞ্চে একের পর এক গান গেয়ে তাক লাগিয়ে দেয় সে। যা নিয়ে একসময় নেটিজেনদের ব্যাপক ট্রোলিংয়ের মুখে পড়েছিল ফুলঝুরি।
অন্যদিকে লালনের পাশে একই অনুষ্ঠানে ফুলঝুরিকে দেখে রাগে গজগজ করতে শুরু করে ফুলঝুরি। তাকে বিপদে ফেলার চেষ্টা চালিয়েও বারবার ব্যার্থ হয় চড়ুই। এরই মধ্যে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো। দেখা যাচ্ছে ফুলঝুরি কে বিপদে ফেলতে আবার নতুন ছক করেছে চড়ুই।
অন্য লোক দিয়ে গানের প্রোগ্রামের ফুলঝুরি কে ডেকে পাঠায় চড়ুই। তাতেই তৈরি হয়ে বেরিয়ে পড়ে ফুলঝুরি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে খেপে লাল দর্শক। বারবার ফুলঝুরি কে এমন বিপদে ফেলতে দেখে বিরক্ত দর্শক। বারবার এত নেগেটিভিটি কেন দেখানো হচ্ছে সেই প্রশ্নই তুলছেন দর্শক।
View this post on Instagram