• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবারও বিয়ের পিঁড়িতে লালন-তিতির, অঙ্কুর ফিরতে ঘুরবে গল্পের মোড়! বড়সড় টুইস্ট আসন্ন ধুলোকণায়

Published on:

Dhulokona New twist Lalon Titir about to get married again

মানুষের রোজকার বিনোদনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল বিভিন্ন সিরিয়াল। ফাঁকা সময়ে সিরিয়াল দেখেই সময় কাটাতে পছন্দ করেন দর্শকদের একটি বড় অংশ। দিনের পর দিন দেখার সৌজন্যে এখন সিরিয়ালগুলি দর্শকদের জীবনের একটি অবচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে আর সিরিয়ালের চরিত্রগুলি হয়ে উঠেছে ঘরের সদস্যদের মতোই। ঠিক যেমন ‘ধুলোকণা’ (Dhulokona) ধারাবাহিকের লালন-ফুলঝুরি (Lalon-Fuljhuri) দর্শকদের ঘরের ছেলে-মেয়ে হয়ে গিয়েছে।

শুরু থেকেই দর্শকদের বেশ পছন্দের মানালি মনীষা দে এবং ইন্দ্রাশিস রায় অভিনীত এই সিরিয়াল। পরকীয়া নিয়ে যতই অভিযোগ থাকুক না কেন, ধারাবাহিকটির আকাশছোঁয়া টিআরপি দেখেই বোঝা যায় সেটি কতখানি জনপ্রিয়।

Dhulokona Serial Lalon

‘ধুলোকণা’র নিয়মিত দর্শক যারা তাঁরা জানেন, এখন ধারাবাহিকে লালন-ফুলঝুরির বিচ্ছেদ চলছে। স্মৃতি ফিরে এলেও লালন (Lalo) এখন ফুলঝুরি (Fuljhuri) নয়, বরং থাকতে চাইছে তাঁর ‘লিপস্টিক বৌ’ তিতিরের (Titir) সঙ্গে। শুধু তাই নয়, তাঁকে সিঁদুর পরিয়ে বিয়েও করতে চাইছে। অপরদিকে ফুলঝুরি আবার লালনের সন্তানের মা হতে চলেছে। সব মিলিয়ে লীনা গাঙ্গুলী একের পর এক টুইস্ট আনছেন এই ধারাবাহিকে।

লালন ফুলঝুরিকে ছেড়ে দেওয়ার পরই তাঁর জীবনে আবার প্রবেশ হয়েছে অঙ্কুরের (Ankur)। যে অঙ্কুর ‘লালফুল’এর বিচ্ছেদের সময় দেবদূতের মতো হাজির হয়ে তাঁদের বিয়ে দিয়েছিলেন, তিনিই আবার ফিরে এসেছেন। এবার তাঁর হাত ধরেই আবার আসতে চলেছে বিশাল টুইস্ট!

Ankur Dhulokona

জানিয়ে রাখি, লালন-ফুলঝুরির জীবনে ফের বড়সড় চমক নিয়ে আসতে চলেছেন অঙ্কুর। ধামাকেদার টুইস্ট আসছে ‘ধুলোকণা’র আগামী পর্বে। অন্তত ফের অঙ্কুরের এন্ট্রি দেখার পর থেকে তো সোশ্যাল মিডিয়ায় এমনটাই চর্চা করছেন নেটিজেনরা।

দর্শকদের একাংশের অনুমান, ধারাবাহিকে খুব শীঘ্রই ফের লালন এবং তিতিরের বিয়ের ট্র্যাক আসতে পারে। আর সেদিনই হয়তো বড় চমক নিয়ে হাজির হবে অঙ্কুর। এর আগে একবার যেমন লালন ফুলঝুরির সম্পর্কের সমীকরণ পাল্টে দিয়েছিলেন তিনি, ঠিক তেমনই এবারেও তেমন কিছু করবেন বলে আশায় বুক বাঁধছেন দর্শকরা। এবার দেখা যাক শেষ পর্যন্ত সত্যি সত্যিই এমনটা হয় কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥