• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লিপস্টিক বৌয়ের প্রেমে বেপথে লালন! ডিভোর্স দিতেই ফুলঝুরির জীবনে ফিরছে অঙ্কুর, খুশি দর্শকেরা

Published on:

Dhulokona new track Ankur's Entry

এখনকারদিনে বিনোদন আর সিরিয়াল কথাটা একে অপরের পরিপূরক। সারাদিনের ব্যস্ত জীবনে পছন্দের সিরিয়াল না দেখা পর্যন্ত গোটা দিনটাই অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের।  সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে লীনা গাঙ্গুলীর (Leena Ganguly) লেখা জনপ্রিয় সিরিয়াল ‘ধূলোকণা’ (Dhulokona)।

ধারাবাহিকে নায়িকা ফুলঝুরির (Phuljhuri) চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মানালি দে (Manali Dey) আর নায়ক লালনের (Lalon) চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ইন্দ্রাশিষ রায় (Indrashish Roy)। এমনিতে লেখিকার বিরুদ্ধে দর্শকদের বরাবরের অভিযোগ তিনি তাঁর প্রায় প্রত্যেক সিরিয়ালের ‘পরকীয়া’ প্রমোট করেন।  ব্যতিক্রম নয় ‘লালঝুরি’র ধূলোকণাও।

Dhulokona new promo comes out

বিগত বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে স্মৃতিশক্তি ফিরে আসার পরেও লালন মানসিকভাব পুরোপুরি সুস্থ নয়।তাই ফুলঝুরি  নয় এখন সে শুধু থাকতে চায় তিতিরের (Titir) কাছেই। কিছুদিন আগেই ধারাবাহিকে এই তিতির চরিত্রে এন্ট্রি হয়েছে জনপ্রিয় টেলি অভিনেত্রী সম্পূর্ণা মন্ডলের। আর সেই থেকেই ধারাবাহিকে দেখা যাচ্ছে  ফুলঝুরির থেকে মন উঠে গিয়েছে লালনের।কারণ তিতিরের জন্যই এক প্রকার পাগল হয়ে উঠেছে সে। তাই ফুলঝুরিও লালনকে  সম্পর্কের বাঁধন থেকে মুক্তি পুরোপুরি দিয়ে দিয়েছে।

লীনা গাঙ্গুলী,Leena Ganguly,ধূলোকণা,Dhulokona,ফুলঝুরি,Phuljhuri,লালন,Lalon,তিতির,Titir,অঙ্কুর,Ankur,কামব্যাক,Comeback.নতুন প্রোমো,New Promo

শুধু নয় লালন ফুলঝুরির থেকে আলাদা হতেই তিতিরের মা লালনের সাথে তার বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে। তাই এই পরিস্থিতে এখন ফুলঝুরির জীবন যেন আবার শূন্য থেকে শুরু হচ্ছে। তাই ফুলঝুরির জীবনের একাকিত্ব দূর করতে বহুদিন ধরেই এই সিরিয়ালের দর্শকরা দাবি জানাচ্ছিলেন ফুলঝুরির জীবনে আবার অঙ্কুরকে (Ankur) ফিরিয়ে আনার (Comeback) জন্য।

সেই অঙ্কুর যার সাথে একসময় ফুলঝুরির বিয়ে ঠিক হয়েছিল।এরইমধ্যে আজই চ্যানেল কর্তৃপক্ষের তরফে শেয়ার করা হয়েছে সিরিয়ালের একটি নতুন প্রোমো (New Promo)। সেই প্রোমোতে দেখা যাচ্ছে ফুলঝুরির বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে অঙ্কুর। কিন্তু তাকে দেখে একেবারে অবাক হয়ে গিয়েছে  ফুলঝুরি।ভিডিও তে দেখা যাচ্ছে ফুলঝুরি অবাক হয়ে যাওয়ায় অঙ্কুর বলছে ‘আশা করোনি না? কালই ফিরেছি’।

Dhulokona new track Ankur's Entry

অন্যদিকে অঙ্কুরকে দেখে খুশি হয়ে যায় ফুলঝুরির দিদাও। আর দর্শকদের দাবি মেনে সিরিয়ালে আবার অঙ্কুরকে ফিরিয়ে অন্যায় ভীষণ খুশী হয়েছেন দর্শক। সোশ্যাল মিডিয়ায় ভিডিওর কমেন্ট সেকশনে ভালোবাসায় মুড়ে দিয়েছেন সকলে। সেইসাথে দর্শকদের একটা বড় অংশের দাবি এবার অংকুরের সাথে বিয়ে দেওয়া হোক ফুলঝুরির। অন্যদিকে বিয়ের ট্র্যাক আসছে আঁচ করতে পেরে নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়েছেন লেখিকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥