• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাকাপাকিভাবেই বিচ্ছেদ হল লালঝুরির! এবার ফুলঝুরির জীবনে নতুন নায়ক আনার দাবি দর্শকদের 

বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল হল স্টার জলসার  ‘ধূলোকণা’ (Dhulokona)। জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলীর লেখা এই ধারাবাহিক নিয়ে দর্শকদের মধ্যে আলোচনার শেষ নেই।মাঝে মধ্যেই আজগুবি সব গল্প দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ট্রলার মুখে পড়তে দেখা যায় এই সিরিয়ালের নায়ক নায়িকাদের।

এমিনতেই এখনকার দিনে যে কোনো সিরিয়ালের ক্ষেত্রে শেষ কথা বলে টিআরপি। টিআরপিতে ভালো স্কোর করতে বেশিরভাগ সিরিয়ালেই গল্পের গরু গাছে ওঠে। ব্যতিক্রম নয় এই ধূলোকণা সিরিয়ালও।  কিছুদিন আগেই সিরিয়ালের নায়ক লালন (Lalon)-কে দেখা গিয়েছিল স্মৃতিশক্তি হারিয়ে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে। তিতিরের (Titir) সাথে সেই বিয়েতে সিঁদুরের বদলে লিপস্টিক পরিয়ে রাতারাতি শিরোনামে উঠে এসেছিল এই সিরিয়াল।

   

Dhulokona new promo comes out

যা নিয়ে মজার মীমে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। যদিও লিপস্টিক বিয়ে দেখিয়ে ফলও পাওয়া গিয়েছে হাতেনাতে। এক ঝটকায় টিআরপি তালিকায় সেরার সেরা হয়েছে ‘লালঝুরি’র ধূলোকণা। এই সিরিয়ালের নিয়মিত দর্শক যারা তারা সকলেই জানেন স্মৃতিশক্তি ফিরে আসার পরেও ইদানিং তিতিরকে কিছুতেই ভুলতে পারছে না লালন।

Dhulokona new promo comes out

অবস্থা এমন দাঁড়িয়েছে যে একসময় যে ফুলঝুরি (Fuljhuri)কে  ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাতো না লালন সেই এখন বড়লোক তিতির কে চোখে হারাচ্ছে দিন রাত। যার জেরে এখন একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে লালন ফুলঝুরি।ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাদের ডিভোর্সের (Divorce) নতুন প্রোমো (New Promo)। সেই প্রোমোতে দেখা যাচ্ছে ডিভোর্স হওয়ার পর চোখে জল নিয়ে ফুলঝুরি বলছে ‘সুখে থেকো লালন’।

অন্যদিকে লালনের সাথে ডিভোর্স হওয়ার পর তার মনে সাহস যোগাচ্ছে ঠাম্মা আর বৌমনি।তারা ফুলঝুড়িকে বোঝাচ্ছে এই ভাবে চোখের জল ফেললে হবে না তার জীবনে এখনও অনেক কিছু করার বাকি আছে। তারপরেই ফুলঝুরি জানায় গান সে গাইবে ,তবে এবার থেকে সে যতবার গান গাইবে ততবার তার মনে আগুন জ্বলবে। প্রসঙ্গত একটা সময় ছিল এই গান গাওয়ার জন্যই নেটিজেনদের ব্যাপক ট্রলার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। তবে এবার দর্শকরা চাইছেন তাদের প্রিয় ফুলঝুরির জন্য গল্পে এবার নতুন নায়ক আসুক।

ধূলোকণা,Dhulokona,ফুলঝুরি,Fuljhuri,লালন,Lalon,তিতির,Titir,ডিভোর্স,Divorce,নতুন প্রোমো,New Promo