• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্রীময়ী, খড়কুটোর মত ফুলঝুরির মৃত্যুতে শেষ হবে ধূলোকনা! লীনা পিসিকে নিয়ে ক্ষোভ প্রকাশ দর্শকদের

Published on:

Dhulokona Might end with Fuljhuri's Death Viewers angry after guessing leena ganguly's serial plot

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে নতুন ধারাবাহিক শুরু হওয়ার হিড়িক উঠেছে। জি বাংলা এবং স্টার জলসা (Star Jalsha) দুই চ্যানেলেই একাধিক নতুন সিরিয়াল আসছে। ফলে কপাল পুড়ছে পুরনো সিরিয়ালগুলির। সম্প্রতি যেমন জানা গিয়েছে, কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ধুলোকণা’ (Dhulokona)। সেই জায়গায় রাত ৮টার স্লটে শুরু হবে নতুন ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’।

‘ধুলোকণা’র নিয়মিত দর্শক যারা তাঁরা জানেন, এখন সিরিয়ালে লালন-ফুলঝুরির বিচ্ছেদ দেখানো হচ্ছে। স্মৃতি ফিরলেও লালন তাঁর স্ত্রীয়ের সঙ্গে নয়, বরং তিতিরের কাছেই থাকছে। অপরদিকে ফুলঝুরির (Fuljhuri) জীবনে ফিরে এসেছে অঙ্কুর। সে নায়িকাকে ফের বড় গায়িকা হওয়ার অনুপ্রেরণা জোগাচ্ছে। এসবের মাঝেই আবার দেখানো হয়েছে যে ফুলঝুরি গর্ভবতী।

Fuljhuri pregnant in Dhulokona

কাহিনীতে একের পর এক টুইস্ট এনে টিআরপি তালিকাতেও বেশ ভালো পারফর্ম করছিল লীনা গাঙ্গুলীর এই ধারাবাহিক। সাম্প্রতিক অতীতে বেশ কয়েকবার বেঙ্গল টপারও হয়েছে ‘ধুলোকণা’। দর্শকরা ভাবছিলেন, শীঘ্রই হয়তো লালন-ফুলঝুরির মিলন দেখিয়ে আবারও টিআরপি তালিকায় শীর্ষে উঠে আসবে এই ধারাবাহিক। কিন্তু কোথায় কী, আচমকাই বন্ধ করে দেওয়া হচ্ছে ‘ধুলোকণা’।

লীনা গাঙ্গুলী নিজে ধারাবাহিক বন্ধের সংবাদে শিলমোহর দিয়েছেন। সব মিলিয়ে গত ২-৩ ধরে বেশ মন খারাপ ‘লালঝুরি’ ভক্তদের। তবে এসবের মাঝেই উঠে এল আরও এক দুঃসংবাদ। জানা গিয়েছে, লালন-ফুলঝুরির মিল নয়, বরং ফুলঝুরির মৃত্যু দেখিয়ে শেষ করা হবে ‘ধুলোকণা’!

Fuljhuri sad in Dhulokona

একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে একথা। শোনা যাচ্ছে, ‘ধুলোকণা’য় নতুন মোড় আসতে চলেছে। সেখানে দেখানো হবে ফুলঝুরি প্রেগন্যান্ট নয়, বরং তাঁর পেটে রয়েছে একটি টিউমার। আর সেই জন্যই মৃত্যুর কোলে ঢলে পড়বে সে। অর্থাৎ এমনটা হলে ‘খড়কুটো’র গুনগুনের মতোই ফুলঝুরির মৃত্যু দেখিয়ে শেষ করা হবে ‘ধুলোকণা’।

প্রিয় ফুলঝুরির মৃত্যু দেখানো হবে শুনে বেশ চটে গিয়েছে দর্শকরা। অনেকে লেখিকা লীনার ওপর ক্ষোভ প্রকাশ করছেন। কেউ কেউ আবার অনুরোধ করেছেন, ফুলঝুরির মৃত্যু না দেখিয়ে অঙ্কুরের সঙ্গে তাঁর মিল দেখিয়ে ‘ধুলোকণা’ শেষ করা হোক। নির্মাতাদের তরফ থেকে এখনও এই বিষয় অফিশিয়ালি কিছু জানানো হয়নি। এবার দেখা যাক, সত্যি সত্যিই ফুলঝুরির মৃত্যু দেখিয়েই লেখিকা ‘ধুলোকণা’ শেষ করেন কিনা!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥