• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুধু নয় পর্দায়, বাস্তবেও দুর্দান্ত গায়ক লালন! রইল ইন্দ্রাশিসের মন মুগ্ধকর গান গাওয়ার ভিডিও

Published on:

Indrasish Roy,Indrasish Roy singing,Bengali serial,entertainment,ইন্দ্রাশিস রায়,ইন্দ্রাশিস রায় গান,বাংলা সিরিয়াল,বিনোদন

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম নামী অভিনেতা হলেন ইন্দ্রাশিস রায় (Indrasish Roy)। একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। এই মুহূর্তে স্টার জলসার ‘ধুলোকণা’য় (Dhulokona) অভিনয় করছেন তিনি। তাঁর বিপরীতে রয়েছেন বিখ্যাত টেলি অভিনেত্রী মানালি মনীষা দে।

‘ধুলোকণা’য় ইন্দ্রাশিস এবং মানালি দু’জনকেই গায়ক-গায়িকা হিসেবে দেখা যাচ্ছে। তবে আপনি কি জানেন, পর্দার লালন কিন্তু বাস্তবেও দুর্দান্ত গায়ক। সম্প্রতি নেটপাড়ায় অভিনেতার গানের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা শুনে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা।

Dhulokona serial

২০০৯ সালে ‘চ্যাম্পিয়ন’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় দুনিয়ায় যাত্রা শুরু ইন্দ্রাশিসের। এরপর ‘গানের ওপারে’ থেকে শুরু জনপ্রিয়তা পাওয়া। এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি পর্দার লালনকে। ‘অদ্বিতীয়া’ থেকে শুরু করে ‘প্রেমের কাহিনী’- একাধিক জনপ্রিয় সিরিয়ালে নায়কের চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রাশিস। বারবার নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে দিয়েছেন তিনি।

একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করা ইন্দ্রাশিস এখন ‘ধুলোকণা’য় রকস্টার, র‍্যাপার লালনের চরিত্রে অভিনয় করছেন। সিরিয়ালে তাঁর চরিত্রটি গরিব এক ড্রাইভারের যে খুব ভালো গান গায়। গানের মাধ্যমেই ধীরে ধীরে সঙ্গীত দুনিয়ায় পরিচিতি বাড়ছে লালনের। সিরিয়ালে দেখানো হয়েছে, ইতিমধ্যেই লালন ‘অল ইন্ডিয়া ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতায় সেরা গায়কের খেতাবও জিতে নিয়েছে। তবে জানিয়ে রাখি, শুধুমাত্র পর্দাতেই নয়, বাস্তবেও ইন্দ্রাশিস একজন দারুণ সুরেলা গায়ক।

Lalon singing in Dhulokona

সম্প্রতি নেটপাড়ায় অভিনেতার একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, এক বন্ধুর সঙ্গে গিটারের তালে তালে গলা মিলিয়ে গান গাইছেন ইন্দ্রাশিস। মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় জনপ্রিয় টেলি অভিনেতার গানের সেই ভিডিও। আর বলাই বাহুল্য, প্রিয় লালনের গলায় সেই গান শুনে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা।

 

View this post on Instagram

 

A post shared by Souravi Tarafdar (@souravi91)

নেটিজেনরা একের পর এক কমেন্ট করে ইন্দ্রাশিসের তারিফ করছেন। অনেকে তো এও বলছেন, পর্দার লালন কেবলমাত্র ভালো অভিনেতা নন, একজন দুর্দান্ত গায়কও। অনেকে তো আবার এও বলছেন যে, ‘ধুলোকণা’র লালন চরিত্রটির সঙ্গে ইন্দ্রাশিসের বাস্তব জীবনেও বেশ কিছু মিল রয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥