সারা সপ্তাহজুড়েই বাংলার প্রত্যেক ঘরে ঘরেই চলতে থাকে সিরিয়ালের দাপট। বিকেল গড়িয়ে সন্ধ্যে হতেই প্রত্যেক বাড়ির ড্রয়িং রুমে চা আর তেলেভাজার সাথেই জমে ওঠে একের পর এক সিরিয়ালের আসর। তাই সব মিলিয়ে এখনকার দিনে সিরিয়াল দেখা দর্শকদর রোজকার জীবনের অঙ্গ হয়ে উঠেছে। সিরিয়ালের পোকা দর্শকদের তো পছন্দের সিরিয়াল না দেখা পর্যন্ত গোটা দিনটাই অসম্পূর্ণ থেকে যায়।
বাংলা টেলিভিশন জগতের এমনই দুটি জনপ্রিয় সিরিয়াল হল ‘ধূলোকণা’ (Dhulokona) আর ‘গাঁটছড়া’ (Gantchhora)। দিনে দিনে দর্শকমহলে বেড়েই চলেছে দিনে দিনে দর্শকমহলে বেড়েই চলেছেন এই দুই সিরিয়ালের জনপ্রিয়তা। প্রসঙ্গত উল্লেখ্য স্টার জলসার এই দুটি সিরিয়ালই হল ব্লুজ প্রোডাকশন হাউজের। আর এরই মধ্যে শোনা যাচ্ছে এই দুই সিরিয়ালের দর্শকদের জন্য খুবই খারাপ একটি খবর।
শোনা যাচ্ছে স্টার জলসার এই দুই সিরিয়ালের শুটিং নাকি আচমকাই বন্ধ হয়ে গিয়েছে। এমনিতে চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে প্রোডাকশন হাউজের কলাকুশলীদের মনোমালিন্যের কারণে ইতিপূর্বে বহুবার জনপ্রিয় ধারাবাহিকের শুটিং বন্ধ হয়েছে। বিষয়টি একেবারেই নতুন নয়। এরইমধ্যে ‘ধূলোকণা’ এবং ‘গাঁটছড়া’-র মতো সিরিয়াল বন্ধের খবর পেয়ে যথেষ্ট উদ্বিগ্ন এই দুই সিরিয়ালের ভক্তরা।
এমনিতে আগেই চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে প্রোডাকশন হাউজের রেষারেষির কারণে বন্ধ হয়েছে ব্লুজ প্রোডাকশনের একাধিক সিরিয়াল। তার মধ্যে অন্যতম জলজ্যান্ত উদাহরণ হল ‘খুকুমণি হোম ডেলিভারি’। তাই এবার ‘ধূলোকণা’ এবং ‘গাঁটছড়া’-র মতো সিরিয়াল বন্ধের খবর মিলতেই অনেকেই ভাবতে শুরু করে দিয়েছেন এই দুই সিরিয়ালের ক্ষেত্রেও কি সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে?
তবে না আসলে এমন কিছুই হয়নি। এই দুই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন বর্তমানে ধূলোকণা এবং গাঁটছড়া এই উভয় সিরিয়ালেরই বর্তমানে আউটডোর শুটিং চলছে। একদিকে টিম ধূলোকণা লালন-ফুলঝুরি আর চড়ুইয়ের প্রোগ্রামের জন্য ফুল টিম নিয়ে পৌছে গিয়েছে পুরীতে।কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বিগত কয়েকদিন ধরেই ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে উড়িষ্যাতে।
অন্যদিকে গাঁটছড়াতে এখন চলছে, খড়ি-ঋদ্ধি, রাহুল-দ্যুতি এবং কুনাল বনির ট্রিপল হানিমুন স্পেশাল এপিসোড। এই পর্বের জন্য তিন জুটিতে মাইল আপাতত চুটিয়ে শুটিং করার জন্য গিয়েছে গোপালপুরের দারিংবাড়ি সমুদ্র সৈকতে। কিন্তু বৃষ্টির মাঝে কোন ভাবেই আউটডোর শুটিং করা সম্ভব হচ্ছে না। তাই একপ্রকার অনির্দিষ্টকালের জন্যই থমকে রয়েছে এই দুই ধারাবাহিকের আউটডোর শুটিং। তবে জানা যাচ্ছে যদি খুব তাড়াতাড়ি আবহাওয়ার উন্নতি না হয় তাহলে আউটডোর শুটিং ক্যানসেল হয়ে যাবে। পরিবর্তন আসবে গল্পেও।