সিরিয়াল প্রেমীদের কাছে এই মুহূর্তে অন্যতম দুই জনপ্রিয় সিরিয়াল হল ‘মিঠাই’ (Mithai) এবং ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoi)। বাংলা জুড়ে এই দুই সিরিয়ালেরই রয়েছে নজরকাড়া ফ্যান ফলোয়িং। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। যার জেরে উভয় সিরিয়ালের ভক্তদের মধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে লক্ষ্য করা যায় বিরাট রেষারেষি।
সদ্য জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয়েছে সোনার সংসার অ্যাওয়ার্ড। আর এই অনুষ্ঠানে মিঠাইয়ের মোদক পরিবারের পাশাপাশি ফের একবার দর্শকদের মন জয় করে নিয়েছেন উর্মি-সাত্যকির সরকার পরিবারও। তবে মিঠাই সেরা নাকি উর্মি বেশী ভালো দর্শকদের মধ্যে এই তর্ক থামবার নয় কিছুতেই।এদিন সোনার সংসারের মঞ্চ মাতিয়ে ছিলেন দুই পরিবারই।
এই শো-তে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘এই পথ যদি না শেষ হয়’ এর উর্মি এবং মিঠাই দুজনেই। আর এই ঘটনার পরেই সবেমাত্র সমস্ত ভেদাভেদ ভুলে আনন্দে মেতে উঠেছিন দুই ধারাবাহিকের অনুরাগীরা। এরইমধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে সাড়া ফেলে দিয়েছে একটি ছবি। নিমেষে ভাইরাল সেই ছবিতে দেখা যাচ্ছে উর্মির মুমুদিদির মা ঘনিষ্ঠ অবস্থায় বসে রয়েছেন মিঠাইয়ের ভাসুর সোম।
নেটিজেনদের অনেকেই কার্যত আকাশ থেকে পড়েছেন এই ছবি দেখে। আসলে গতকাল অর্থাৎ ২৯শে মার্চ মঙ্গলবার ছিল সোম অর্থাৎ অভিনেতা ধ্রুব সরকারের (Dhrubo Sarkar) জন্মদিন। আর জন্মদিন উপলক্ষে অভিনেতার সোশ্যাল মিডিয়া জুড়ে বয়ে যায় শুভেচ্ছার বন্যা।এই বিশেষ দিনে এই পথ যদি না শেষ হয় পরিবারের অন্যতম সদস্যা সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায় একটি ছবি পোস্ট করেছিলেন সোমের সাথে।
সেখানেই তাদের ঘনিষ্ঠ ছবি দেখে অবাক হয়ে যান দর্শকরা। আসলে এর আগে ‘দ্বিরাগমন’, ‘করুণাময়ী রাণীরাসমণি’র মতো সিরিয়ালে একসঙ্গে কাজ করেছেন তারা। পাশাপাশি মিঠাই-তেও মিঠাই-এর কাকিমা অর্থাৎ গুলতির মায়ের চরিত্রে দেখা গিয়েছে সুচন্দ্রা ব্যানার্জীকে (Suchandra Banerjee)। এই সুচন্দ্রার সঙ্গে দারুণ বন্ডিং ধ্রুবর।ধ্রুবর জন্য এদিনের পোস্টে অভিনেত্রী লিখেছিলেন, ‘শুভ জন্মদিন আমার দেখা অন্যতম সেরা ব্যক্তিকে! অনেক ভালোবাসা ভাই,এইভাবেই এগিয়ে যা!’ এমন সুন্দর শুভেচ্ছা বার্তার জবাবে ধ্রুব একগুচ্ছ লাল হার্টের ইমোজি দিয়েছেন।