• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ধুম ৩’র ছোট আমির এখন হ্যান্ডসাম হাঙ্ক! বলিউড কাঁপানোর জন্য তৈরি সিদ্ধার্থ নিগম, রইল ছবি

Published on:

All you need to know about Dhoom 3 fame Siddharth Nigam

বলিউডের (Bollywood) ইতিহাসে এমন বহু সুপারহিট ছবি রয়েছে যেখানে নায়ক-নায়িকার পাশাপাশি নজর কেড়েছিলেন ছবির শিশু শিল্পীরাও (Childartist)। ছবির সৌজন্যে রাতারাতি স্টার হয়ে গিয়েছে বহু খুদে অভিনেতা-অভিনেত্রী। এমনই একটি সিনেমা হল আমির খান, ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ধুম ৩’ (Dhoom 3)। এই ছবিতে আমিরের ছেলেবেলার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন খুদে অভিনেতা সিদ্ধার্থ নিগম (Siddharth Nigam)।

২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধুম ৩’ বক্স অফিসে ঝড় তুলেছিল। দ্বৈত চরিত্রে আমিরের অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। তবে ছবিতে শুধুমাত্র আমিরই নন, দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধার্থও। সমর এবং সাহির দু’জনের চরিত্রেই অভিনয় করে করেছিলেন এই খুদে অভিনেতা।

Siddharth Nigam

যশ রাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমা যখন তৈরি হচ্ছে, তখন সিদ্ধার্থের বয়স মাত্র ১২ বছর। আর সেই বয়সেই দুর্দান্ত অ্যাকশন করে দর্শকদের একেবারে মন্ত্রমুগ্ধ করে দিয়েছিলেন তিনি। এখন সেই সিদ্ধার্থের সম্পূর্ণ লুক বদলে গিয়েছে। ‘ধুম ৩’এর সময়-সাহিরের চরিত্রে অভিনয় করা সিদ্ধার্থের বয়স এখন ২১।

Siddharth Nigam

মাঝেমধ্যেই নেটদুনিয়ায় সিদ্ধার্থের নানান ছবি ভাইরাল হতেই থাকে। পর্দার ছোট্ট আমির এখন হ্যান্ডসাম হাঙ্ক। তাঁকে দেখে কত মেয়ের যে মন গলেছে তা গুনে শেষ করা দায়। সুঠাম চেহারা, ৮ প্যাক অ্যাবস, দুর্দান্ত ডান্সার এবং দারুণ ব্যক্তিত্ব- সব মিলিয়ে সিদ্ধার্থের দিক থেকে চোখ ফেরানো দায়।

Siddharth Nigam

‘ধুম ৩’তে সিদ্ধার্থের সঙ্গে কাজ করার পরই তাঁর ভূয়সী প্রশংসা করেছিলেন খোদ ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। জানিয়ে দিয়েছিলেন, বড় হয়ে এই ছোট্ট ছেলেই একজন বড় শিল্পী হবেন। কোথাও না কোথাও যেন অভিনেতার সেই কথাই এখন সঠিক বলে মনে হচ্ছে।

Siddharth Nigam

সিদ্ধার্থের কাজের দিক থেকে বলা হলে, ‘ধুম ৩’তে কাজ করার পর রাতারাতি ভাগ্য বদলে গিয়েছিল তাঁর। এরপর একাধিক টেলিভিশন শোয়ে দেখা গিয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়াতেও সিদ্ধার্থ বেশ অ্যাক্টিভ। এছাড়াও শীঘ্রই বলিউডেও কামব্যাক করতে চলেছেন অভিনেতা। সলমন খানের আগামী ছবি ‘কিসি কা ভাই, কিসি কি জান’এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥