• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্টেডিয়ামের বাইরে চা বিক্রি করছিল ছোট বেলার বন্ধু! চিনতে পেরেই যা করল ধোনি, জানলে অবাক হবেন

এটি একটি প্রতিষ্ঠিত সত্য যে প্রাক্তন ভারতীয় ক্রিকেয়াত দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বিনয়ের প্রতীক। ক্রিকেটের ইতিহাসে নিজের নাম লেখানোর আগে, ধোনি খড়গপুর স্টেশনে জুনিয়র ট্রেন টিকিট ইন্সপেক্টর (টিটিআই) হিসাবে কাজ করতেন। কর্মজীবনের বেশিরভাগ সময়ে এখানেই ধোনি তার বেশিরভাগ সময় কাটাতেন। আর সেই সময়েই নিজের চায়ের প্রতি ভালোবাসা থেকে মাঝেমধ্যেই তিনি স্টেশনের পাশের একটি টি স্টল থমাসের চায়ের দোকানে চা খেতে যেতেন।

আসলে তারকা হওয়ার আগের মতোই তারকা হওয়ার পরেও ধোনি খুবই সাধারণ জীবন যাপন করেন। তার কোনোও রকম কোনোও অহংকার নেই। বরাবরই মাটিতে পা রেখে চলতে পছন্দ করেন তিনি। সাক্ষাৎকারেও, সবসময়ই খুবই বিনয়ী হয়েই তিনি কথাবার্তা বলেন। এত নাম ডাক হয়ে যাওয়ার পরেও তিনি ভুলে যাননি তাদের পুরোনো বন্ধুদের।

   

মহেন্দ্র সিং ধোনি,চা ওয়ালা,টি স্টল,খড়গপুর,টিটি,Mahendra Singh dhoni,tea stall,thomas

সম্প্রতি এমনই এক ঘটনা প্রকাশ্যে এসেছে যা থেকে বোঝা যায় ধোনির জীবনে টাকাই সব নয় বরং মনুষত্বই আসল। একসময় কলকাতায় ইডেন গার্ডেন স্টেডিয়ামের বাইরে ধোনি দেখতে পেয়েছিলেন খড়গপুর স্টেশনের বাইরের সেই চা বিক্রেতাকে। স্টেশনের বাইরের সেই টিস্টলের মালিক থমাস ছিলেন ধোনির বন্ধু।

বহু বছর বাদে কলকাতা স্টেশনের বাইরে পুরোনো বন্ধুকে চিনতে পেরে একফোঁটাও উপেক্ষা করেননি ধোনি, বরং তাকে বুকে জড়িয়ে ধরেন ‘ক্যাপ্টেন কুল’। তখন কিন্তু তিনি রীতিমতো প্রথম সারির একজন তারকা।

মহেন্দ্র সিং ধোনি,চা ওয়ালা,টি স্টল,খড়গপুর,টিটি,Mahendra Singh dhoni,tea stall,thomas

সেই সময় ধোনি বিজয় হাজারের ট্রফি কিনতে কলকাতায় এসেছিলেন। ম্যাচ সেরে স্টেডিয়াম থেকে বেরোনোর সময় ধোনির চোখে পড়ে ওই চাওয়ালাকে। দেখা মাত্রই পুরোনো বন্ধুকে চিনে ফেলেন ধোনি, এবং তাকে বুকে জড়িয়ে ধরে রাত্রে ডিনারেও নিয়ে যান। ধোনির এই ব্যবহারে মুগ্ধ তার অনুরাগীরা।