• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৩ খানকে ভাতে মারতে ফের তৈরী দক্ষিণী ষ্টার ! আতরঙ্গি রে-র পর দুটি বিগ বাজেটের বলিউড ছবিতে ধনুষ

Dhanush Upcomming Bollywood Movie

ধনুশ (Dhanush) এই নামটির সাথে গোটা দেশই আজ পরিচিত। মূলত দক্ষিণ ভারতের এই প্রতিভাবান অভিনেতা খুব অল্প দিনেই বলিউডেও নিজের মাটি পোক্ত করে ফেলেছেন। দক্ষিণের রোগাটে লম্বা ছেলেটি গত কয়েক বছরে ঘুম কেড়েছে কোটি কোটি মহিলা ভক্তর।

স্বভাবে খুবই শান্ত এবং ধীরস্থির স্বভাবের ধনুশ পর্দার বাইরে খুবই মেপে কথা বলেন। তবে অভিনয়ের ব্যাপারে কারোর সাথেই কম্প্রোমাইজ করার পাত্র নন তিনি। দিন কয়েক আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ধনুশ ,সারা আলী খান এবং অক্ষয় কুমার অভিনীত বলিউড ছবি ‘আতরঙ্গি রে ‘, এই ছবিতে অক্ষয়ের থেকেও বেশি প্রশংসিত হয়েছে ধনুশের অভিনয়।

dhanush ধনুষ

এই ছবি করে বলিউডে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন রজনীকান্তের প্রাক্তন জামাই। গত ২৪ শে ডিসেম্বর মুক্তি পেয়েছে বলিউডে ধনুশের তৃতীয় ছবি আতরাঙ্গি রে। এর আগে রানঝনা এবং সমিতাভ ছবিতে অভিনয় করেছিলেন দক্ষিণের এই সুপারস্টার। তবে এবার আরও দুটি বলিউডের বিগ বাজেটের ছবিতে অভিনয় করতে চলেছেন ধনুশ ,আর এই খবর প্রকাশ্যে আসার পর বলিউডের সুপারস্টারদের যে ঘুম উড়েছে তা বলাই বাহুল্য। কেননা ক্রমেই দিক্ষিণী তারকারা মন জিতে নিচ্ছে গোটা দেশের।

atrangi re,Bollywood,Dhanush,Salman khan,আতরাঙ্গি রে,ধনুশ,বলিউড

শোনা যাচ্ছে ফের ‘আতরঙ্গি রে ‘ এর পরিচালক আনন্দ এল রাইয়ের পরিচালনাতেই পর্দায় ফিরবেন ধনুশ। পর পর দুটি ছবি সফল হওয়ার পরেই ফের ধনুশকে নিয়ে মাঠে নামতে চলেছেন পরিচালক। রোমান্টিক অ্যাকশন ঘরানার এছবিতে ধনুশ হবেন নায়ক। জানা যাচ্ছে ,আতরঙ্গি রে এর শ্যুটিং এর সময়ই এই ছবির কথা পাকা হয়ে গিয়েছে। অন্যদিকে , একটি হিন্দী প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম সূত্রে খবর এছাড়াও আরও একটি বিগ বাজেটের বলিউড সিনেমাতে দেখা যাবে অভিনেতাকে। তবে তার নির্মাতা , পরিচালক , বা ছবির নাম সম্পর্কে এখনও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

dhanush ধনুষ

প্রসঙ্গত ,দক্ষিণী অভিনেতা ধনুশ (Dhanush) ও ঐশ্বর্য (Aishwarya) নিজেদের বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছেন কয়েক সপ্তাহ আগেই। ১৮ বছর ধরে বিবাহিত জীবন কাটানোর পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুজনে। যদিও ধনুশ ও ঐশ্বর্য্যের এই বিচ্ছেদ নেটিজেনরা অনেকেই এখনও পর্যন্ত ঠিক মেনে নিতে পারেনি। এমনকি ঐশ্বর্য্যের বাবা সুপারস্টার রজনীকান্ত (Rajnikant) পর্যন্ত বিয়ে ভেঙে যাওয়া নিয়ে হতাশ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥