বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছেনা দক্ষিণের সুপারস্টার ধনুষের (Dhanush), মাস কয়েক আগেই সুপারস্টার রজনীকান্তের মেয়ের সাথে সম্পর্ক ভাঙনের জেরে আইনি ঝামেলায় জড়িয়েছিলেন ‘অতরাঙ্গি রে’ বিশু বাবু। এবার তার নামে উঠে এল মিথ্যাচারের অভিযোগ। তিনি নাকি এতদিন পর্যন্ত তাঁর মা বাবার পরিচয় গোপন করে এসেছেন৷ যার জেরে, তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে মাদ্রাজ হাইকোর্টে। হঠাৎই এক দম্পতি তাকে নিজেদের ছেলে বলে দাবি করে বসেন। এই গুরুতর অভিযোগের ভিত্তিতে অভিনেতাকে তলব করা হয় মাদ্রাজ হাইকোর্টে।
কাথিসেরান ও মীনাক্ষী নামের ওই দম্পতি প্রথমে মাদুরাই হাইকোর্টের দারস্থ হয়েছিলেন, তাদের দাবি ধনুষ তাদের তৃতীয় সন্তান। তারা আরও জানান, ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন তার। নায়ক হতেই বাড়ি থেকে পালায় ধনুষ, আশ্রয় নেয় অচেনা এক শহরে। এরপর কঠোর পরিশ্রমের পরেই সে নিজের জায়গা অর্জন করেছে। বহু বছর পর টিভির পর্দায় দেখে ছেলেকে চিনতে পারেন দম্পতি।
এরপরেই ধনুষকে ছেলে দাবি করে তারা আদালতের দারস্থ হন। ২০১৬ সালে আদালতে মামলা করেন এই বৃদ্ধ দম্পতি। তামিলনাড়ুর মাদুরাই জেলার মেলুরের ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছিলেন তাঁরা। তখন কেস কোনোওরকমে রফা হলেও, ফের মাথাচাড়া দিয়ে ওঠে সমস্যা।
এবার মাদ্রাস হাইকোর্ট থেকে তলব করা হয় ধনুষকে৷ নিজেদের অনটন ঘোচাতে ‘ছেলে’র থেকে মাসে ৬৫ হাজার টাকা করে চেয়েছেন সেই দম্পতি। ২০১৭ সালে মামলা জিতে গা ঝারা দিয়েছিলেন ধনুষ, দম্পতির অভিযোগ খারিজ করে দেয় মাদ্রাস হাইকোর্টের মাদুরাই বেঞ্চ। নিজেকে তামিল পরিচালক কস্তুরি রাজা এবং বিজয়লক্ষ্মীর ছেলে বলে পরিচয় দেন ধনুষ।