• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সবাইকে চমকে ১৬০০ কোটির ছবিতে ধনুষ, ৩১৯ কোটি খরচ করে শুটিং হল একটা দৃশ্যেরই!

Updated on:

Dhanush in The Gray Man movie with budget of 1600 Cr

বিনোদন বা সিনেমাপ্রেমী মানুষদের কাছে ভালো মানের সিনেমা মানেই সুপারহিট। একথা বহুবার প্রমাণিত হয়েছে। একসময় বলিউডের একেরপর এক ছবি সুপারহিট হত, তবে সেই ট্রেন্ড বর্তমানে অনেকটাই বদলে গিয়েছে। দক্ষিণী ছবি, হলিউড থেকে ওটিটি প্লাটফর্মের ছবির দিকে মন মজেছে দর্শকদের। তাছাড়া বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক তারকারাই আজকাল কাজের খোঁজে পাড়ি দিয়েছেন বিভিন্ন ওটিটি প্লাটফর্মে।

সম্প্রতি দক্ষিণী তারকা ধনুষ বেশ চর্চায় রয়েছেন। এর কারণ হল অভিনেতা বর্তমানে যে ছবিতে কাজ করছেন সেটা নেটফ্লিক্সের ইতিহাসের সর্বাধিক খরচের ছবি। হ্যাঁ ঠিকই শুনেছেন নেটফ্লিক্সের সর্বাধিক ব্যয়বহুল ছবি হতে চলেছে এই ‘দ্য গ্রে ম্যান’ (The Gray Man)। বিখ্যাত মার্ভেল অ্যাভেঞ্জার সিরিজের নির্মাতা রুশো ব্রাদার্স থাকছেন এই ছবির তৈরির দায়িত্বে। মূলত অ্যাকশন গোছেরই হতে চলেছে ছবিটি যেখানে দক্ষিণী সুপারস্টার ধনুষকে দেখা যাবে।

South Actor Dhanush

ইতিমধ্যেই সিনেমার বাজেট নিয়ে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। যা জানতে পেরে রীতিমত চমকে যাবে যে কেউ! ভাবছেন কি এমন খবর? তাহলে বলি, ছবির একটি দৃশ্যের জন্য যে খরচের অঙ্ক প্রকাশ্যে এসেছে সেই টাকায় হয়তো আস্ত ৩ টে বলিউডের ছবি তৈরী হয়ে যাবে। ১০০, ২০০, ৩০০ নয় একেবারে ৩১৯ কোটি টাকা খরচ হবে শুধুমাত্র একটা দৃশ্যের শুটিংয়ের জন্য।

The Gray man

এখন নিশ্চই মন প্রশ্ন জাগছে, ছবির একটা দৃশ্যের খরচ যদি এত হয় তাহলে সম্পূর্ণ ছবির বাজেট কত? এর উত্তরে জানা যাচ্ছে মোট ১৬০০ কোটি টাকা ব্যয়ে তৈরী হতে চলেছে এই ছবিটি। বিশ্বের অদ্ভুত সুন্দর সমস্ত লোকেশনে শুটিং হবে এই ছবি।

কিন্তু একটা দৃশ্যের জন্য ৩১৯ কোটি, এত খরচ কি করে? জানা যাচ্ছে, প্রায় ১ মাস ধরে হয়েছে বিশেষ একটি অ্যাকশন এর দৃশ্য। যেখানে হলিউডের বিখ্যাত অভিনেতা রায়ান গসলিংকে লড়াই করতে দেখা যাবে। ওই দৃশ্যের শুটিংয়ের জন্যই বিশাল পরিমাণ টাকা খরচ হবে বলে জানা গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥