গত বছরের শেষে মুক্তির পর থেকে দেশজুড়ে ডানা মেলে উড়ছে ‘প্রজাপতি’ (Projapoti)। তৃতীয় সপ্তাহেও দেশজুড়ে রমরমিয়ে ব্যবসা করছে বাংলার দুই প্রজন্মের দুই সুপারস্টার দেব অধিকারী (Dev Adhikari) এবং মিঠুন চক্রবর্তী অভিনীত এই নতুন সিনেমা। প্রজাপতির দেশজোড়া সাফল্যের মধ্যেই দেব ভক্তদের জন্য নতুন বছরের শুরুতেই এল এক নতুন সুখবর।
বিগত দু’বছর ধরে করোনা মহামারীর প্রকোপে বাংলা সিনেমায় বিরাট ভরাডুবির পর থেকে লাগাতার সিনেমা প্রেমীদের কাছে অভিনেতা দেব অনুরোধ করে আসছেন বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর জন্য। শুধু তাই নয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাংলা সিনেমার ঘুরে দাঁড়ানোর জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়ে চলেছেন এই মানুষটা। শুধু তাই নয় দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট এখন সুযোগ দিচ্ছেন নতুন মুখদের। খুঁজে আনছেন নতুন প্রতিভাদের।
যার অন্যতম উদাহরণ প্রজাপতি। এই সিনেমাতেই দেবের বিপরীতে নায়িকা চরিত্রে ডেবিউ করেছেন ছোট পর্দার যমুনা ঢাকি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। শ্বেতা যদিও বিনোদন জগতের পরিচিত মুখ। কিন্তু এবার নিজের আসন্ন সিনেমা বাঘা যতীনের জন্য দেব যেটাকরে দেখালেন তা বেশ অবাক করেছে দেব ভক্তদের। পরিচালক অরুণ রায়ের নতুন সিনেমা ‘বাঘাযতীন’। আগামী মাসেই শুরু হবে এই সিনেমার শুটিং। তার জন্যই নায়িকার সন্ধানে নেমেছিল দেবের প্রযোজনা সংস্থা।
রীতিমতো কলেজে ঘুরে ঘুরে খোঁজা হয়েছে নতুন নায়িকা। জানা যাচ্ছে অবশেষে শেষ হয়েছে খোঁজ। ইতিমধ্যেই নিজের আসন্ন সিনেমার জন্য নায়িকা চূড়ান্ত করে ফেলেছেন দেব আর। বিনোদন জগতের সাথে তার যোগসূত্র নেই একেবারেই। আসলে দেবের এই নতুন নায়িকা হলেন কলকাতার ইঞ্জিনিয়ারিংকলেজের ছাত্রী সৃজলা। তবে ছোট পর্দার নায়িকা সৃজলা গুহ নয় ঐতিহাসিক কাহিনীনির্ভর এই সিনেমায় বাঘা যতীনের স্ত্রী ইন্দুবালা চরিত্রে অভিনয় করবেন একেবারে আনকোরা মুখ।
৬ হাজার জনের অডিশন নেওয়ার পর সিলেক্ট হয়েছেন তিনি। তাই তাকে দেখার জন্য এখন থেকেই অপেক্ষা করছেন দেব ভক্তরা। তবে জানা যাচ্ছে এই মুহূর্তে জোর কদমে চলছে ওয়ার্কশপ। দেবের এই সিনেমায় থাকছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রোহান ভট্টাচার্য। এছাড়াও থাকবেন মঞ্চ জগতের একঝাঁক দাপুটে অভিনেতা অভিনেত্রী।
প্রসঙ্গত গোলন্দাজের পর আরো একবার ঐতিহাসিক চরিত্রে ফিরছেন দেব। যার জন্য ইতিমধ্যেই নাকি এই বাংলার এই স্বাধীনতা সংগ্রামীর জীবন নিয়ে পড়াশোনা শুরু করেছেন অভিনেতা। প্রসঙ্গত ‘বিনয় বাদল দীনেশ’, ‘এগারো’র পর আরো একবার যতীন মুখোপাধ্যায়ের মত চরিত্রকে নিয়ে বাঘাযতীন সিনেমা তৈরি করতে চলেছেন অরুণ রায়। পরিচালক জানিয়েছেন তিনি গত দেড় বছর ধরে এই সিনেমাস স্ক্রিপ্ট লিখেছেন।