এই মুহূর্তে বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় খলনায়িকা হলেন স্টার জলসার ‘সাহেবের চিঠি’ (saheber Chithi) সিরিয়ালের রাইমা (Raima)। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar)। খুব অল্প দিনেই তার অভিনয় বেশ ছাপ ফেলেছে দর্শকমহলে। প্রসঙ্গত বাংলা বিনোদন জগতে দেবলীনা এমন একজন তারকা যিনি অভিনেত্রী হওয়ার অনেক আগে থেকেই নেটপাড়ায় তুমুল জনপ্রিয়।
কারণ হল তার দুর্দান্ত নাচের প্রতিভা। শুধু তাই নয় জনপ্রিয় এই নৃত্যশিল্পী তথা অভিনেত্রী দেবলীনা কুমারের রয়েছে আরও একটি পরিচয়। তিনি হলেন বাংলার মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar) নাত বৌ, অর্থাৎ জনপ্রিয় অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের (Gaurab Chatterjee) স্ত্রী। একসময়ের জনপ্রিয় এই মডেল বরাবরই নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়ে ভীষণ সচেতন থাকেন।
সেইসাথে দারুন ফিটনেস ফ্রিক দেবলীনা। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি মাঝেমধ্যেই এক্সপেরিমেন্ট করতে থাকেন নিজের লুক নিয়ে। সম্প্রতি শীতের ছুটিতে থাইল্যান্ড ঘুরতে গিয়েছেন দেবলিনা। তার সঙ্গী অবশ্যই পর্দার ঋদ্ধিমান সিংহ রায় অর্থাৎ অভিনেতা গৌরব চ্যাটার্জী। থাইল্যান্ডের কাঁচের মতো পরিষ্কার নীল সমুদ্র সৈকতের সামনে একেবারে সুপার সেক্সি অবতারে পর্দার রাইমার ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
নীল সবুজের মিশেলে ফুল ছাপা টু পিস আর চোখে সানগ্লাস পরে উষ্ণতা ছড়াতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। কমেন্ট সেকশনে অনেকেই তুলনা টেনেছিলেন বলিউড ডিভা দীপিকা পাডুকোনের ‘বেশরম রং’ -এর সাথেও। তখনই ইঙ্গিত দিয়ে দেবলীনা জানিয়েছিলেন ‘তাড়াতাড়ি আসছে’। আর সেই কথামতোই এই বিতর্কিত গানে কোমর দুলিয়ে আবারও রীতিমতো ভাইরাল হয়ে পড়লেন সোশ্যাল মিডিয়ায়।

এমনিতে তারকাদের জীবনে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় নিন্দুকদের অভাব নেই। দেবলীনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তাই এদিন অভিনেত্রীর দুর্ধর্ষ নাচ দেখার পর প্রসঙসার পাশাপাশি কমেন্ট সেকশনে উঠেছে নিন্দার ঝড় কেউ লিখেছেন ‘দরকার ছিল না’। যদিও তাকে সপাট জবাবে দেবলীনা লিখেছেন ‘তও করলাম আর কি। সব কিছু কি দরকারে হয়’? আবার কারও মন্ত্যব্য ‘ভালো না, দীপিকা এই গানে ৫০ গুণ বেশি শক্তিশালী’।