• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেয়েদেরই দোষ, উত্তেজক পোশাকের জন্যই ধর্ষণ হয়, ভিডিও বার্তায় জানালেন দেবলীনা

Published on:

Devlina Kumar says Women's dress is the reason of Rape

‘ধর্ষণ’ (Rape) শব্দটা শুনলেই রাগে জ্বলে ওঠে গা! কিন্তু সবটা আজকাল হামেশাই সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসছে। যেন রোজকার বিষয়ের মত হয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনা। মাঝে মধ্যে দু একটা ঘটনা নিয়ে হইচই কান্ড হয় ঠিকই। তবে সেটা সোশ্যাল মিডিয়াতে কয়েক দিনের প্রতিবাদেই মিটে যায়। সম্প্রতি ধর্ষণের জন্য মেয়েরাই দায়ী এমনই একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন অভিনেত্রী দেবলীনা কুমার (Devoline Kumar)।

ধর্ষণের জন্য মেয়েরাই দোষী, উত্তেজক পোশাক পড়লে ধর্ষণ তো হবেই! অদ্ভুত লাগছে না কথাটা? কিন্তু হটাৎ এমন কথা কেন বললেন অভিনেত্রী? আর এই ভিডিওর মাধ্যমে কি বার্তা দিতে চাইলেন তিনি? আসলে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কলকি কোয়েচলিনকের একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দেবলীনা কুমার।

Devlina Kumar

ভিডিওতে কলকি বলছেন, ‘ধর্ষণ, এটা আপনারই দোষ। কারণ এই সমস্যার শুরুটা আপনি কি পড়ছেন সেটা দিয়েই। মহিলাদের পোশাকই নাকি ধর্ষণের ঘটনা উত্তক্ত্য করে’। শুধু মুখে বলেই নয় সাথে উত্তেজক পোশাকের বেশ কিছু উদাহরণ দেখা গিয়েছে ভিডিওতে। যে পোশাক পরলে মহিলারা ধর্ষণের শিকার হতে পারেন।

এই পোশাকগুলির মধ্যে রয়েছে ছোট পোশাক স্কার্ট থেকে শুরু করে বোরখা থেকে স্পেস স্যুট। পোশাক দেখানো শেষ হলে স্পষ্ট করে দেওয়া হয় সবেতেই একটা নীতিশ কেমন সেটা হল সবাই মহিলা। তাই মহিলা না থাকলেই রেপ হবে না। এই ভিডিওটি শেয়ার করে দেবলীনা লিখেছেন, ‘অবশ্যই আমাদের দোষ আর আমাদের পোশাকের। পোশাক যদি উত্তেজক হয় তাহলে তো এটা হবেই।’

 

View this post on Instagram

 

A post shared by Devlina Kumar (@devlinakumar)

অভিনেত্রীর শেয়ার করা এই ভিডিও বার্তা ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে। তবে ভিডিওটির মধ্যে দিয়ে তিনি সমাজ ও সমাজের কিছু মানুষের মনে খোঁচা দিয়ে গেলেন। সাথে ধর্ষণের মত জঘন্য অপরাধের বিরুদ্ধে প্রতিবাদও জানালেন অভিনবভাবে। অভিনেত্রীর এই ভিডিওতে অনেকেই নিজেদের মন্তব্য প্রকাশ করেছেন। এক নেটিজন সম্প্রতি ঘটে যাওয়া হাঁসখালি কান্ড নিয়েও সরব হয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥