বাংলা বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন দেবলীনা কুমার (Devlina Kumar)।এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘সাহেবের চিঠি’ (Saheber Chithi)-তে। এই ধারাবাহিকে খলনায়িকা রাইমা-র চরিত্রে অভিনয় করছেন দেবলীনা। খুব অল্প দিনেই তার অভিনয় বেশ ছাপ ফেলেছে দর্শকমহলে।
প্রসঙ্গত বাংলা ইন্ডাস্ট্রিতে দেবলীনা এমন একজন তারকা যিনি অভিনেত্রী হওয়ার অনেক আগে থেকেই নেটপাড়ায় তুমুল জনপ্রিয়। কারণ হল তার দুর্দান্ত নাচের প্রতিভা। শুধু তাই নয় জনপ্রিয় এই নৃত্যশিল্পী তথা অভিনেত্রী দেবলীনা কুমারের রয়েছে আরও একটি পরিচয়। তিনি হলেন বাংলার মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar) নাত বৌ, অর্থাৎ জনপ্রিয় অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের (Gaurab Chatterjee) স্ত্রী।
বরাবরই সোশ্যাল মিডিয়ায় দারুন অ্যাক্টিভ থাকেন দেবলীনা। নানান ধরনের রিল ভিডিও থেকে শুরু করে ফিটনেস ভিডিও সহ রোজকার ব্যাক্তিগত জীবনের নানান টুকরো মুহুর্তের ছবি মাঝে মধ্যেই শেয়ার করে থাকেন অভিনেত্রী। সদ্য শীতের ছুটিতে থাইল্যান্ড ঘুরতে গিয়েছেন দেবলিনা। তার সঙ্গী অবশ্যই পর্দার ঋদ্ধিমান সিংহ রায় অর্থাৎ অভিনেতা গৌরব চ্যাটার্জী।
থাইল্যান্ডের কাঁচের মতো পরিষ্কার নীল সমুদ্র সৈকতের সামনে একেবারে সুপার সেক্সি অবতারে ধরা দিয়েছেন দেবলীনা। নীল সবুজের মিশেলে ফুল ছাপা টু পিস আর চোখে সানগ্লাস পরে সমুদ্রতীরে দাঁড়িয়ে উষ্ণতা ছড়াতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় দেবলীনার এই ছবি ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যে। লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন তার অসংখ্য অনুরাগী।
তবে অভিনেত্রীর এই হট অবতার দেখে নেটপাড়ায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনুরাগীরা যেমন প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তেমনি অভিনেত্রীর পোশাক এবং ফিগার নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না অনেকেই। দেবলীনাকে ট্রোল করে একজন লিখেছিলেন ‘ যা পরছো তও না পরলে হতো’। উত্তরে তাকেও ধুয়ে দিয়েছেন অভিনেত্রী। দেবলীনা লিখেছেন ‘একবার ভেবেছিলাম তারপর মনে পড়লো আপনার মতো পাবলিকরা আছে।’ এছাড়া এদিন দেবলিনার এই ছবিতে কমেন্ট করেছেন শুভশ্রী গাঙ্গুলী,ইমন চক্রবর্তী এবং রিজওয়ান রাব্বানী শেখ-এর মত জনপ্রিয় সব সেলিব্রেটিরা।