• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পেছনে জ্বলজ্বল করছে মমতা ব্যানার্জির মুখ! নেচে মঞ্চ মাতালেন উত্তম কুমারের নাতবউ দেবলীনা কুমার

Devlina Kumar

করোনার লাগাতার আক্রমণের মাঝেই গত ডিসেম্বরে সাতপাকে বাঁধা পড়লেন উত্তম কুমারের নাতি ও দেবলীনা কুমার (Devlina kumar)। আর পেশায় শিক্ষিকা দেবলীনার নৃত্যকলাই এবারের ইনস্টাগ্রাম রিলের হটটপিক। ‘তু ক্যানে কাদা দিলি সাদা কাপড়ে’-র তালে গৌরবের স্ত্রীর সাম্প্রতিক ইনস্টাগ্রাম রিলে জোর আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে।

Devlina kumar

বিয়ের সময়ে হলুদ ঢাকাই গায়ে দেবলীনাকে লাগছিল অপূর্ব। নেটিজেনদের মতে, দেবলীনার হাসিতে সোশ্যাল মিডিয়ায় কাত হয়েছিলেন অনেক পুরুষই, যদিও দেবলীনার বিয়ের কারণেই হয়তো সেভাবে কোনো নেতিবাচক মন্তব্য দেখা যায়নি বলেই মত অনেকের। বিয়ের দিন সন্ধ্যালগ্নে হোমাগ্নিকে সাক্ষী করে চার হাত এক করার সাথে সাথেই পোস্টের ভিড় বাড়ে সোশ্যাল মিডিয়ায়। বিয়ের অনুষ্ঠানে আগাগোড়া উপস্থিত ছিলেন রাজনীতিক দেবাশিস কুমার। অন্যদিকে লাল টুকটুকে কাতান বেনারসিতে দেবলীনা ও সাদা-সোনালি কম্বিনেশনের ধুতি পাঞ্জাবি পরিহিত গৌরবকে দেখে তাঁদের ‘পারফেক্ট কাপল’ বলে অভিহিত করেছেন নেটিজেনরা।

 

 

View this post on Instagram

 

A post shared by Devlina Kumar (@devlinakumar)

সম্প্রতি ইনস্টাগ্রাম রিলে ‘তু ক্যানে কাদা দিলি সাদা কাপড়ে’ গানের সাথে দেবলীনার নাচ দেখে এককথায় অনবদ্য বলেছেন অনেক বোদ্ধাই। করোনাকালে অনুষ্ঠান না পাওয়ার আক্ষেপ পরিষ্কার দেখা গিয়েছে দেবলীনার লেখনীতেই। ক্যাপশনে দেবলীনা লিখেছেন, “আশা করি এই বছর আমরা সবাই যথাযথভাবে অনুষ্ঠান পাব।”

যদিও অনুষ্ঠানে মঞ্চসজ্জা নিয়ে উঠেছে প্রশ্ন। মঞ্চের পিছনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ও বিশ্ববাংলার লোগো দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন দেবলীনার শৈল্পিক যোগ্যতা নিয়ে। অনেকেরই বক্তব্য, সরকারি অনুষ্ঠানে যোগ দিতে নাকি দরকার পড়ে রাজনৈতিক যোগাযোগের। যদিও দেবলীনা এসব কুৎসার মধ্যে নিজেকে জড়াননি একেবারেই!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥