বিখ্যাত টিভি অভিনেতা গৌরব চ্যাটার্জী (Gourab Chatterjee)। দীর্ঘদিনের বান্ধবী তথা প্রেমিকা দেবলীনা কুমারের (Debline Kumar) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। করণের কথা মাথায় রেখে বিগত ৯ই ডিসেম্বর দুই পরিবারের কিছু লোক ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের উপস্থিতিতেই হয়েছে বিয়ে। সম্পূর্ণ বৈদিক মতে সম্পন্ন হয়েছে গৌরব দেবলীনার বিয়ে।
বিয়ের আগেই প্রি ওয়েডিং থেকে শুরু করে বিয়ের পর পর্যন্ত অভিনেতা ও অভিনেত্রীর একাধিক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। অভিনেত্রী দেবলীনা নিজেই সিঁদুরদানের মুহূর্তের ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। যা শেয়ার করার মাত্রই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল। এবার আরো একটি নতুন ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার খেলেন দেবলীনা। ছবিতে সদ্য বিবাহিত দেবলীনাকে স্বামী গৌরবের সাথে বসে থাকতে দেখা যাচ্ছে।
দেবলীনার পরনে রয়েছে লাল রাঙা বেনারসী, সাথে রয়েছে মাথায় বিয়ের মুকুট। আর পাশেই বসে থাকা গৌরবের পরনে রয়েছে একই রকম লাল রঙের পাঞ্জাবি আর ফ্লোরাল চাপা ধুতি। দুজনের গলাতেই রয়েছে বিয়ের মালা। ছবি শেয়ার করে দেবলীনা ক্যাপশনে লিখেছেন, ‘মোর দুজনে’। ছবিটি শেয়ার হবার পর বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। অবশ্য এর আগে বৈভাতের দিন শশুরবাড়িতে বসে বরকে পাশে নিয়ে তোলা একটি ছবিও সার একরার পরে বেশ ভাইরাল হয়ে পড়েছিল।
View this post on Instagram
তবে, লক্ষ্যণীয় বিষয় হল নতুন বিয়ে করে আর যেন থাকতে পারছেন না অভিনেতা গৌরব চ্যাটার্জী। ছবিতে নতুন বৌ দেবলীনাকে চুমু খাবার জন্য ঝুকে পড়ছেন অভিনেতা। যেমনটা জানা যাচ্ছে উত্তম কুমারের নাতি গৌরব ও দেবলীনার বিয়ের গ্রান্ড রিসেপশন আয়োজিত হয়েছে আগামী ১৫ ই ডিসেম্বর।