• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অপেক্ষার অবসান! বক্স অফিস কাঁপাতে আসছে দেব-শুভশ্রী ‘ধুমকেতু’, বড় আপডেট দিলেন প্রযোজক

দীর্ঘ সাত বছর ধরে মুক্তির অপেক্ষায় রয়েছে সুপারহিট দেব-শুভশ্রী (Dev-Subhashree) অভিনীত সিনেমা ‘ধুমকেতু’ (Dhumketu) প্রযোজক রানা সরকার (Rana Sarkar) এবং দেবের যৌথ প্রযোজনায় তৈরি এই সিনেমা নিয়ে জটিলতা আজকের নয়। জানা যায় তাঁদের দুজনের মধ্যে তৈরি হওয়া বাগ বিতান্ডার জেরেই এতদিন ধরে ধুমকেতু মুক্তির প্রসঙ্গ উঠলেও হতাশ হয়ে চলেছেন দেব-শুশ্রীর ভক্তরা।

দেবকে ঠুকে দিয়ে সেবার রানা সরকার বলেছিলেন নায়কের ‘লোভের জন্য আটকে ধূমকেতু। এমনকি এই ছবি ভবিষ্যতে কোনওদিন মুক্তির আলো দেখবে না বলেও জানিয়েছিলেন প্রযোজক। তবে রবিবার রাতে আচমকাই আশার আলো দেখালেন খোদ প্রযোজক রানা সরকার। রবিবার রাতেই একটি ফেসবুক পোস্টে প্রযোজক জানিয়েছেন ধুমকেতু মুক্তির বিষয়ে।

   

টলিউড,Tollywood,দেব অধিকারী,Dev Adhikari,শুভশ্রী গাঙ্গুলী,Subhashree Ganguly,ধূমকেতু,Dhumketu,মুক্তি,Release,রানা সরকার,Rana Sarkar

এদিন ফেসবুক পোস্টে রানা সরকার জানিয়েছেন দেব জানিয়েছে ধূমকেতু রিলিজ করার জন্য তিনি যে কোন সহযোগিতা করবেন। সমস্ত আইনি সমস্যাও নাকি মিটে যাবে আগামী সপ্তাহের মধ্যে। তাই দেব শুভশ্রীর  ভক্তদের উদ্দেশ্যে রানা সরকার জানিয়েছেন ‘অতি শীঘ্রই ধূমকেতু ঝড় উঠবে। কুরসি কি পেটে বাঁধ লিজিয়ে’।

টলিউড,Tollywood,দেব অধিকারী,Dev Adhikari,শুভশ্রী গাঙ্গুলী,Subhashree Ganguly,ধূমকেতু,Dhumketu,মুক্তি,Release,রানা সরকার,Rana Sarkar

এতদিন পর অবশেষে এমন একটা সুখবর পেয়ে রানা সরকারের এই পোস্টে দেব শুভশ্রীর অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কেউ লিখেছেন ‘কথাটা যে লিখেছেন সত্যি তো? ভগবান এতদিনে আপনাকে সুবুদ্ধি দিল তবে। যাক ভালোয় ভালোয় সিনেমাটা মুক্তি পাক। এটুকু চাওয়া আমাদের। অধীর আগ্রহে অপেক্ষায় আছি  ধূমকেতু সিনেমার জন্য। দেবদা আর শুভশ্রী জুটি আবারও পর্দায় ফিরবে’।

তবে অনেকেই এখনই রানা সরকারকে বিশ্বাস করতে নারাজ। তাই তারা মুখের ওপর লিখে দিয়েছেন ‘অনেকদিন ধরেই এই গল্প শুনে আসছি। আগে দেব দা অফিসিয়ালি জানাক তারপরেই বিশ্বাস করবো’ প্রসঙ্গত আজ থেকে সাত বছর আগে ২০১৬ সালে ৪ কোটি টাকা খরচ করে ধূমকেতুর শুটিং করেছিলেন প্রয়োজক রানা সরকার।

টলিউড,Tollywood,দেব অধিকারী,Dev Adhikari,শুভশ্রী গাঙ্গুলী,Subhashree Ganguly,ধূমকেতু,Dhumketu,মুক্তি,Release,রানা সরকার,Rana Sarkar

সিনেমায় প্রস্থেটিক মেক আপ করে প্রৌঢ়ের লুকে ধরা দিয়েছিলেন দেব। পর্দায় দেব শুভশ্রী জুটিকে আরও  একবার ফিরে পেতে রীতিমতো মুখিয়ে রয়েছেন তাদের অনুরাগীরা। ইতিপূর্বে ধুমকেতুর মুক্তি নিয়ে যতবার দেবকে জিজ্ঞেস করা হয়েছে ততবার তিনি বলেছেন তিনি নিজেও চান ধূমকেতু মুক্তি পাক। তবে এবার দেখার সত্যিই কি ধুমকেতুর আইনি জট কাটে। নাকি দেব শুভশ্রীর এই কামব্যাক ছবি দেখার জন্য আরও অপেক্ষা করতে হয়।

site