• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলায় কথা বলে, বাংলা ভাষার অধিকার নিয়ে সরব দেব! ভাইরাল গর্বের সেই ভিডিও

জনপ্রিয়তার নিরিখে এগিয়ে থাকা টলিউড (Tollywood) অভিনেতাদের মধ্যে প্রথমেই আসে সুপারস্টার দেবের (Dev) নাম। বিগত প্রায় দুদশক ধরে তিনি একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে মনোরঞ্জন করে চলেছেন দর্শকদের। তবে শুধু অভিনেতা হিসাবেই নয় সেইসাথে আরও একটি পরিচয় রয়েছে দেবের। অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও অন্যতম পরিচিত মুখ তিনি।

পশ্চিমবঙ্গের ঘাটাল আসনের লোকসভা সদস্য তিনি। ২০১৪ সাল থেকে বিগত প্রায় ৮ বছর ধরে তিনি সংসদে এই অঞ্চলের হয়ে প্রতিনিধিত্ব করে চলেছেন। আজ থেকে বেশ কয়েক বছর আগে ভারতীয় পার্লামেন্ট (Indian Parliament) দাঁড়িয়ে বাংলা ভাষায় ভাষণ দিয়ে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছিলেন বাংলার এই সুপারস্টার দেব। যা নিয়ে রীতিমতো প্যানেল ডিসকাশন চলতে থাকে সারা দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে।

   

Dev,দেব,Viral Video,ভাইরাল ভিডিও,Speech in Bengali,বাংলায় ভাষণ,Indian Parliament,ভারতীয় পার্লামেন্ট

সেসময় এই প্রসঙ্গে কলকাতার একটি টিভি অনুষ্ঠানেও নিজস্ব কিছু মতামত দিয়েছিলেন। যা সম্প্রতি ফের একবার ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। উল্লেখ্য ২১ ফ্রেব্রুয়ারি সদ্য পার হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর এই বিশেষ দিনেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ ও গ্রুপে দেবের ওই মন্তব্যের ভিডিও ক্লিপ ব্যাপক ভাইরাল হয়ে পড়ে। কোনো কোনো পেজে দেখা যায় লাখ লাখ ভিউ ছাড়িয়ে গিয়েছে দেবের ওই করা ওই মন্তব্যের ভিডিওতে।

দেখে নেওয়া যাক সেসময় ককী এমন বলেছিলেন দেব যা একেবারে মানুষের মর্মে এসে বিঁধেছে। আসলে বাংলা ভাষাকে জাতীয় স্তরে হেয় করে দেখা নতুন বিষয় নয়। এই অন্যায়ের বিরুদ্ধেই সেবার সুর চড়িয়ে ছিলেন তারকা সাংসদ দেব। তিনি বলেছিলেন, ‘দক্ষিণাঞ্চলের যত সংসদ সদস্য আছেন, তারা কখনো হিন্দিতে কিংবা ইংরেজিতে কথা বলেন না। আমি দেখেছি, তারা নিজেদের ভাষায় কথা বলেন। আমাদেরকে জোর করা হয়, কষ্ট করে বুঝতে হয়। সংসদে ইংরেজি ও হিন্দি অনুবাদক থাকেন, হেডফোনের মাধ্যমে সেটা শোনা যায়।’

Dev,দেব,Viral Video,ভাইরাল ভিডিও,Speech in Bengali,বাংলায় ভাষণ,Indian Parliament,ভারতীয় পার্লামেন্ট

বাংলা ভাষার পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করে দেবের আরও সংযোজন, ‘আমি কাদের সমস্যার কথা বলতে এসেছি সংসদে? আমি আমার গ্রামের সমস্যাটা বলতে এসেছি। তারা বাংলাটা ভালো বোঝে। আমার হিন্দিটা বাংলার চেয়ে অনেক ভালো, ইংরেজিটা অতোটাও খারাপ না।কিন্তু তারপরও আমি বাংলায় বলেছি। ওইদিন সংসদে যত মানুষ ছিলেন, প্রত্যেকের ক্ষমতা আছে আমি কী বলেছি, সেটা বোঝার। তাছাড়া আমি আগে থেকেই বলেছি যে, বাংলায় বলব। আমি কেন গর্বিত হবো না বাংলায় কথা বলার জন্য? এবং আমি এটা নিয়ে অনেক গর্বিত।’ বাংলা ভাষার প্রতি তারকা সংসদের এমন ভালোবাসা মন ছুঁয়েছে অসংখ্য মানুষের।