• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলার বীর সন্তান ‘বাঘা যতীন’ রূপে দেব! স্বাধীনতা দিবসেই প্রকাশ্যে নতুন ছবির ট্রেলার ভিডিও

Published on:

Dev New FIlm BAGHAJATIN Official Announcement Video out on Independence Day

আজ ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস (75th Independence Day)। সারা দেশে উদযাপিত হচ্ছে এই বিশেষ দিন। সকাল থেকে টলিউড (Tollywood) থেকে শুরু করে বলিউড (Bollywood)- বিনোদন ইন্ডাস্ট্রির একাধিক তারকারা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তবে এই বিশেষ দিনেই অনুরাগীদের সামনে একেবারে নতুন লুকে হাজির হলেন সুপারস্টার দেব (Dev)।

স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনেই নিজের আগামী ছবির প্রথম লুক সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন টলিউড সুপারস্টার। যা দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছে নেটিজেনরা। বড়পর্দা কাঁপাতে এবার স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে দেবকে।

Dev Adhikary

আর স্বাভাবিকভাবেই সেই ছবির ফার্স্ট লুক শেয়ার করার জন্য স্বাধীনতা দিবসের চেয়ে ভালো দিন আর কী হতে পারে! তাই এই দিনেই তিনি প্রকাশ করলেন তাঁর আগামী ছবি ‘বাঘাযতীন’এর (Bagha Jatin) ফার্স্ট লুক। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন টলি সুপারস্টার। পরিচালনা করেছেন অরুণ রায়।

‘বাঘাযতীন’ সিনেমার প্রথম প্রকাশ্যে এনে দেব সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘যতীন মুখার্জি হয় মারে না হয় মরে, ধরা দেয় না। ৭৫তম স্বাধীনতার এই মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালির বীরগাথা। বাংলার বীর- বাঘাযতীন’।

ভারতের স্বাধীনতা আন্দোলনের এক দৃঢ় সৈনিক ছিলেন অকুতোভয় বাঘাযতীন। দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ‘বাংলার বীর’ বাঘাযতীন। প্রবল জাতীয়তাবোধ এবং দৃঢ় আত্মমর্যাদার অধিকারী ছিলেন বাংলার এই বীর পুত্র। তাঁর বিষয়ে একটি কাহিনী বহুল প্রচলিত। শোনা যায়, শুধুমাত্র একটি ছুরি দিয়েই তিনি একা নাকি একটি বাঘকে মেরেছিলেন। সেই ঘটনার পর থেকে যতীন হয়ে ওঠেন ‘বাঘাযতীন’। এমনই এক বীর সৈনিকের ভূমিকায় এবার বড় পর্দা কাঁপাতে চলেছেন সুপারস্টার দেব।

Bagha Jatin movie

টলিউড সুপারস্টার দেবকে শেষ দেখা গিয়েছিল ‘কিশমিশ’ ছবিতে। এবার সেই অভিনেতাই বীর সৈনিক বাঘাযতীন হিসেবে আসছেন। তাঁকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। দেবের অনুরাগীদের বক্তব্য, ফের একটি সুপারহিট ছবি উপহার দিতে চলেছেন তাঁদের প্রিয় সুপারস্টার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥