• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুখে ভস্ম কপালে লাল তিলক, সাধু বেশে চমকে দিলেন টলিউড সুপারস্টার! ছবিতেই শোরগোল টলিপাড়ায়

Published on:

Dev reveals a new look of Bagha Jatin on Saraswati Puja

টলিউড (Tollywood) সুপারস্টার দেবকে (Dev) যে এবার বীরযোদ্ধা ‘বাঘা যতীন’রূপে (Bagha Jatin) দেখা যাবে তা অনুরাগীরা অনেক আগেই জেনে গিয়েছেন। অভিনেতার এই ছবি ঘিরে দর্শকমহলে উত্তেজনাও তুঙ্গে। এসবের মাঝেই সরস্বতী পুজোর সকালে দেবের শেয়ার করা একটি ছবি দেখার পর ‘বাঘা যতীন’ নিয়ে দর্শকদের আগ্রহ যেন একলাফে আরও কয়েক গুণ বেড়ে গেল। কিন্তু কী এমন আছে সেই ছবিতে?

বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে দেবের আসন্ন সিনেমা ‘বাঘা যতীন’এর ফার্স্ট পোস্টার লুক। সেখানে কিংবদন্তি বাঘা যতীনের ধারণ করা সাধুর ছদ্মবেশ দেখানো হয়েছে। কিন্তু পোস্টারে বাঘা যতীন বেশে যে অভিনেতাকে দেখা যাচ্ছে তিনি কি আদৌ সুপারস্টার দেব? ছবি দেখে চেনা মুশকিল হয়ে পড়েছে যে! তাই স্বাভাবিকভাবেই শুরু হয়েছে চর্চা।

Bagha Jatin movie, Bagha Jatin poster, Tollywood, entertainment

সাধুর বেশে বাঘা যতীনের ছবি শেয়ার করে টলি সুপারস্টার দেব ক্যাপশনে লিখেছেন, ‘অজস্র কঠিন লড়াইয়ের পর দুশো বছরের ইংরেজ শাসন ধুলিস্যাৎ করে ভারত পেয়েছিল এক স্বপ্নের স্বাধীনতা। সেইসব লড়াইয়ের ইতিহাসে আমরা পেয়েছি অনেক বীরযোদ্ধা, তাঁদের মধ্যে এক অন্যতম সংগ্রামী ‘বাঘ যতীন’এর গল্প নিয়ে আমরা আসছি এই পুজোতে’।

সরস্বতী পুজোর দিন দেব জানিয়ে দিলেন চলতি বছর পুজোয় রিলিজ করবে ‘বাঘা যতীন’। কিন্তু পোস্টারে যে ব্যক্তি রয়েছে তিনি কি আদৌ দেব নাকি অন্য কেউ? এই প্রশ্নের উত্তর জানতে আনন্দবাজার অনলাইনের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল দেবের আসন্ন ছবির পরিচালক অরুণ রায়ের সঙ্গে।

Bagha Jatin poster

অরুণবাবু বলেন, ‘এখন কিছু বলায় নিষেধ আছে। তবে এটুকু বলতে পারি, এটি একটি বিশেষ ছদ্মবেশ। ইতিহাস জানেন যারা, তাঁরা ঠিক বুঝবেন বাঘাযতীনের জীবনে কখন এই ছদ্মবেশ ব্যবহৃত হয়েছিল’। পরিচালকের কথা শুনেই বোঝা গেল, ছবিতে সাধুর বেশে যাকে দেখতে পাওয়া যাচ্ছে তিনি আর কেউ নন, স্বয়ং দেব। অভিনেতার এই বিশেষ লুকের মেক আপ করেছেন রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডু।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)


দেবকে সম্পূর্ণ ভিন্ন লুকে দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরাও। একজন যেমন লিখেছেন, ‘দেব দা মানেই যেন নতুন কিছু’। আর একজন আবার লিখেছেন, ‘অপেক্ষায় থাকলাম’। প্রসঙ্গত, ‘বাঘা যতীন’এ সুপারস্টার দেব ছাড়াও অভিনয় করেছেন রোহন ভট্টাচার্য, নবাগতা সৃজলা দত্ত, শোয়েব কবীরের মতো শিল্পীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥