দীর্ঘদিন পর টলিউডের সিনেমা (Bengali Cinema) নিয়ে আলোচনা তুঙ্গে। বিতর্ক সত্ত্বেও একেরপর এক বক্স অফিসের রেকর্ড গড়ছে দেব (Dev) ও মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত ‘প্রজাপতি’ (Projapati)। ইতিমধ্যেই দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতার সন্মানও পেয়েছেন মিঠুন। তাই এবার ছবির সাফল্য উদযাপনের জন্য শহরের এক নামি পাঁচতারা হোটেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেব মিঠুন থেকে শুরু করে ‘প্রজাপতি’র গোটা টিম এদিন উপস্থিত ছিল এই অনুষ্ঠানে। এদিকে সাংবাদিকদের নানা প্রশ্নেরও জবাব দেন দেব। প্রশ্ন ওঠে নন্দনে ছবি না দেখানো নিয়েও। সেই সময় মিঠুন বলেন, ‘কেউ ভেবেছিলেন দেবকে ভয় দেখাবেন, দেব ভয় না পেয়ে অভিনেতা হিসেবে উত্তর দিয়েছে।’
অবশ্য এদিন দেব নিজেও বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। মিঠুনের পরেই তিনি জানান, ‘না না আমাকে কেউ ভয় দেখায়নি। এটা মিঠুনদার ব্যক্তিগত মত। এটা নিয়ে আমার বলার কিছু নেই। তবে এটা বাংলা সিনেমার জয়। দর্শকদের ভাল লাগছে। এটাই সব বিতর্কের আসল জবাব।’
এরপর নন্দন প্রসঙ্গে দেব জানান, আমার নন্দন নিয়ে কোনও ক্ষোভ নেই। নন্দনে ছবি দেখানো হোক চেয়েছিলাম যাতে বেশ মানুষ ছবি দেখতে পায়। এমনিতেই গোটা দেশের মানুষ দেখছেন, আজও হাউসফুল চলছে। বহুবছর পর একটা বাংলা ছবি নিয়ে কথা হচ্ছে, অনেক ছবিই প্রথম সপ্তাহের পর চলে যায় সেখানে আমাদের ছবি এখনও হাউসফুল চলছে। মনে হয় আগামী রিপাবলিক ডে-র দিনেও চলবে। তারপর বিশ্ব জুড়ে রিলিজ করা হবে ছবিটা।
দেবের কথা মত আগামী ৩রা ফেব্রুয়ারি গোটা বিশ্বে রিলিজ হতে চলেছে প্রজাপতি। এমনকি যেখানে আগে কোনোদিন বাংলা ছবি রিলিজ হয়নি সেখানেও রিলিজ হবে। রাজনীতির প্রসঙ্গ এড়িয়ে দেবের স্পষ্ট জবাব, কাউকে ছোট করে আমি আমার ছবিকে বড় করব না। আমি খুশি যে, ২৫ দিনে ছবিটা হাউজফুল।’