• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঈশানের মা হলেও নেই পিতৃপরিচয়! সিঙ্গেল মাদার নুসরত প্রসঙ্গে মুখ খুললেন দেব

Published on:

Dev Adhikari,দেব অধিকারী,Nusrat Jahaan,নুসরত জাহান,Yash Dasgupta যশ দাশগুপ্ত,Yishan,ঈশান

সদ্য মা হয়েছেন তারকা সাংসদ নুসরত জাহান (Nusrat Jahaan)। সমাজের চোখরাঙানি, পুরুষতন্ত্রের অহং সবকিছুকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে চালিয়ে গিয়েছিলেন লড়াইটা। শেষমেষ নিজের পরিচয়েই জন্ম দিয়েছেন পুত্র সন্তান ঈশানের (Yishan)। তবে ঈশানের বার্থ সার্টিফিকেটেও শুধুমাত্র নিজের নাম রেখেছেন নুসরত। নিজের পরিচয়েই ছেলেকে বড় করতে চান টলিউডের এই সদ্য সিঙ্গেল মাদার।

শুরু থেকেই সন্তানের পিতৃ পরিচয় না জানিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়েছিলেন অভিনেত্রী। এবার তাঁর সমর্থনে মুখ খুললেন তাঁরই সহকর্মী তথা অপর তারকা সাংসদ দেব (Dev)। এদিন সংবাদমাধ্যমে দেব জানিয়েছেন, ‘ঈশানের জন্মের পর নুসরতের সঙ্গে আমার কথা হয়েছে। এটা ওর ব্যক্তিগত বিষয়। নুসরত বুদ্ধিমতী, উনি খুব ভালো বোঝেন কোনটা ঠিক আর কোনটা ভুল।’

Dev Adhikari,দেব অধিকারী,Nusrat Jahaan,নুসরত জাহান,Yash Dasgupta যশ দাশগুপ্ত,Yishan,ঈশান

সেইসাথে দেবের আরও সংযোজন ‘নুসরত নিশ্চয়ই কিছু ভালো ভেবেই নিজের জীবন নিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছে। এবার আমাদের মেনে নিতে হবে বিষয়টা। নুসরতের কোলে ঈশান এসেছে, এবার ওঁকে জীবনটা ওঁর নিজের শর্তে বাঁচতে দিন। সেটা যশ (Yash Dasgupta) হোক বা অন্য কেউ। তাঁদের জীবনের সিদ্ধান্ত নিজেদের মুখে জানানোর সময় ও সুযোগ দিন। আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন আছে। নুসরত সাংসদ অভিনেত্রী বলে কী ওর ব্যক্তিগত জীবন থাকতে পারে না?’

Dev Adhikari,দেব অধিকারী,Nusrat Jahaan,নুসরত জাহান,Yash Dasgupta যশ দাশগুপ্ত,Yishan,ঈশান

সদ্য ঈশানকে নিয়ে প্রথমবারের জন্য মুখ খুলেছেন অভিভাবক যশ দাশগুপ্ত। ছোট্ট ঈশানের নাম দেওয়া প্রসঙ্গে যশ বলেন, ‘আমি ঈশানকে ঈশান নামেই ডাকছি। ওই নামটা আমি আর নুসরত একসঙ্গেই ঠিক করেছি। তাই ওই নামেই ডাকছি। তবে হ্যাঁ, ওর এখনও উত্তর দেওয়ার বয়স হয়নি। খুব ছোট্ট তো, আর ওর ডাকনাম দেওয়া হয়েছে অংশ।’

Dev Adhikari,দেব অধিকারী,Nusrat Jahaan,নুসরত জাহান,Yash Dasgupta যশ দাশগুপ্ত,Yishan,ঈশান

কদিন আগেই ‘ঈশানের বাবা কে?’ এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানিয়েছেন ‘এটা একটা কঠিন প্রশ্ন, কারণ এটা কারুর চরিত্রে দাগ লাগিয়ে দেয়, বাবা জানেন বাবা কে যশ এবং আমার অভিভাবক হিসেবে দারুণ সময় কাটছে’। এখানেই শেষ নয়, নুসরত আরও জানান, ‘ছেলেকে নিয়ে ‘ভীষণ প্রোটেক্টিভ বাবা’। তিনি চাইলে, তবেই ছেলের মুখ সকলে দেখতে পাবে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥