• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আমি নিজেও ভুগেছি, ডিপ্রেশন মানেই সুইসাইড নয়’! জীবনের ওঠাপড়া নিয়ে অকপট দেব 

Published on:

দেব অধিকারী,Dev Adhikari,কাছের মানুষ,Kacher Manush,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,Prosenjit Chatterjee,ডিপ্রেশন,Depression.বাংলা ইন্ডাস্ট্রি,Bangla Industry

এই মুহূর্তে বাংলার প্রথম সারির জনপ্রিয় সুপারস্টারদের মধ্যে প্রথমেই রয়েছেন অভিনেতা দেব অধিকারী (Dev Adhikari)। ইদানিং প্রতিটা মুহূর্ত বাংলা সিনেমার উন্নতির কথা যদি কেউ দিনরাত এক করে ভেবে চলেছেন তাহলে সেই মানুষটা নিঃসন্দেহে তিনি। যা এককথায় প্রশংসনীয়। আজ অর্থাৎ মহা পঞ্চমীর দিন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে তাঁর বহু প্রতিক্ষিত সিনেমা ‘কাছের মানুষ’।

এই সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন দেব।  এই সিনেমার হাত ধরে বহুদিন পর বড় পর্দায় জুটি বেঁধেছেন দেব  এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) জুটি।  সিনেমা হলে কাছের মানুষ মুক্তির আগে হিন্দুস্থান টাইমস বাংলার সাথে সিনেমা থেকে শুরু করে বাংলা ইন্ডাস্ট্রি সহ নানান বিষয়ে  অকাপট আড্ডায় বসেছিলেন অভিনেতা-প্রযোজক দেব।

দেব অধিকারী,Dev Adhikari,কাছের মানুষ,Kacher Manush,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,Prosenjit Chatterjee,ডিপ্রেশন,Depression.বাংলা ইন্ডাস্ট্রি,Bangla Industry

প্রসঙ্গত মুক্তির আগে থেকেই এই সিনেমার বেশ কয়েকটি গান বেশ জনপ্রিয় হয়েছে।কদিন ধরেই যা মুখে মুখে ঘুরছে বাংলার অসংখ্য মানুষের। আসলে এই সিনেমার ট্রেলার থেকে গান সবকিছুই ভীষণ সময়োপযোগী। দেখানো হয়েছে ডিপ্রেশনের মতো সংবেদনশীল বিষয়ও।  এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে দেব বলেছেন প্রত্যেক মানুষের জীবনে ওঠাপড়া থাকে। কিন্তু তিনি মনে করেন ডিপ্রেশন আছে মানেই সুইসাইড করতে হবে তা নয়।

এরপরেই নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতার শেয়ার করে নিয়ে দেব বলেছেন তিনি নিজেও নাকি একটা সময় ডিপ্রেশনে ভুগতেন। রাজনীতিতে প্রবেশের পর তিনি যখন সাংসদ হলেন তখন তার ছবিও পরপর ফ্লপ করতে শুরু করেছিল। এমনকি তখন  নায়িকারাও তাকে এড়িয়ে চলতেন। দেবের কথায় অনেকে বলেছিল ‘আমি শেষ হয়ে গেছি’! এরপরেই সাম্প্রতিক কালের উদাহরণ টেনে এনে অভিনেতা বলেছেন তাঁর শেষ চারটি ছবি চলেছে বক্স অফিসে। তাই তিনি মনে করেন জীবনে কোন কিছু শেষ হওয়া মানে জীবনটা শেষ হয়ে যাওয়া নয়। সব পরিস্থিতি থেকেই ফিরে আসা যায়।

দেব অধিকারী,Dev Adhikari,কাছের মানুষ,Kacher Manush,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,Prosenjit Chatterjee,ডিপ্রেশন,Depression.বাংলা ইন্ডাস্ট্রি,Bangla Industry

তবে দেব জানিয়েছেন কাছের মানুষ সিনেমায় ডিপ্রেশন দেখানো হলেও এই সিনেমা কিন্তু একেবারেই ডিপ্রেশিং সিনেমা নয়। বরং জীবনের গল্প নিয়েই তৈরি হয়েছে এই সিনেমা। দেবের কথায় এই সিনেমা মানুষকে বোঝাবে কিভাবে খারাপ সময় কারো কাছের মানুষ হয়ে ওঠা যায়। প্রসঙ্গত ইদানিং টলিউডের বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীদের দেখা যায় বলিউডে পাড়ি দেওয়ার প্রবণতা। আর এখানেই আর পাঁচজনের থেকে একেবারে আলাদা দেব।

Dev Prosenjit Chatterjee together for Kacher Manush Promotion

প্রথমত তিনি এখানেই খুশি আছেন। দ্বিতীয়ত পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেব বলেছেন ‘তাহলে বাংলা ছবিতে কে কাজ করবে? আমরাও যদি চলে যাই তাহলে বাংলা ছবিকে কে দেখবে? আমি পালিয়ে যেতে পারবো না’।  সেইসাথে এদিন দেব জানিয়েছেন তার সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ওয়েব লেনথটা ভীষণ ম্যাচ করে।তাদের মধ্যে কমফর্ট জোন তৈরি করেছে সিনেমা। দেবের কথায় তারা কেউ কারও ওপর প্রভুত্ব ফলানোর চেষ্টা করেননি। এরপরই দেবের সংযোজন দেব আর প্রসেনজিৎকে এই ছবিতে কাজ করাতে পেরে প্রযোজক হিসাবে তিনি খুব খুশি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥