• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৭ বছর পর বড়পর্দায় দেব-মিঠুনের বাবা-ছেলে জুটি! প্রজাপতির পোস্টার দেখে আবেগে ভাসছেন দর্শক

Published on:

Dev Mithun upcoming cinema Projapoti's first poster come out

একজন টলিউডের (Tollywood) সুপারস্টার আরেকজন বলিউড তথা বাংলার ডিস্কো ড্যান্সার। হ্যাঁ ঠিকই ধরেছেন কথা হচ্ছে অভিনেতা দেব অধিকারী (Dev Adhikari)এবং মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) প্রসঙ্গে। প্রসঙ্গত গতকালই ভাইফোঁটার দিনে ভক্তদের জন্য বিশেষ উপহার দিয়েছেন দেব। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে তার আসন্ন সিনেমা ‘প্রজাপতি’র (Projapoti) প্রথম পোস্টার (First Poster)।

পোস্টারের ছবিতে দেব মিঠুন জুটির নিখাদ বাবা-ছেলে জুটির সম্পর্কের রসায়ন দেখে আবেগে ভাসছে বাংলার দর্শক। গতকাল সোশ্যাল মিডিয়া ছবির প্রথম পোস্টার শেয়ার করে নিয়ে দেব লিখেছেন ‘দর্শকের  মন নেবে জিতে, উড়বে ‘প্রজাপতি’ এবার শীতে। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স  ও বেঙ্গল টকিজের যৌথ প্রযোজনার এই ছবি প্রযোজনার দায়িত্বে দেব ছাড়াও রয়েছেন অতনু রায় চৌধুরী।

Dev Mithun upcoming cinema Projapoti's first poster come out

ছবিতে রয়েছে একাধিক চমক।  যার মধ্যে অন্যতম হলো দেব মিঠুন জুটির বাবা ছেলের সম্পর্ক। এই এই সিনেমায় একেবারে সাদামাটা মধ্যবিত্ত পরিবারের বাবা ছেলের সম্পর্ককে তুলে ধরেছেন পরিচালক। যেখানে নেই কোন বিষন্নতা। প্রসঙ্গত রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন অভিনয় জগতের তারা দুজনেই হলেন পেশাদার অভিনেতা।

Dev Mithun upcoming cinema Projapoti's first poster come out

বড় পর্দায় দেব মিঠুন জুটি কাম ব্যাক রছেন দীর্ঘ ৭ বছর পর।  তাদের শেষবার দেখা গিয়েছিল রবি কিনাগি  পরিচালিত সিনেমা ‘হিরোগিরি’তে। মিঠুন প্রসঙ্গে দেব বলেছেন ‘মিঠুনদা’র সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। একসময় ইন্ডাস্ট্রিতে সবাই তাকে দেখে বলতো ‘ওই দেখো মিঠুনের ছেলে আসছে’। তাই শেষ পর্যন্ত প্রিয় মিঠুনদা’র সাথে ছবি করতে পেরে ভীষণ খুশি দেব নিজে।

Dev Mithun upcoming cinema Projapoti's first poster come outঅভিজিৎ সেন পরিচালিত এই সিনেমায় রয়েছে আরও একাধিক চমক।  প্রসঙ্গত এই সিনেমার হাত ধরে দীর্ঘ চার দশক পর রূপলী পর্দায় ফিরছেন মিঠুন চক্রবর্তী এবং মমতা শংকর জুটি। কিংবদন্তি পরিচালক মৃণাল সেন পরিচালিত ‘মৃগয়া’ সিনেমাতে শেষবার একসাথে অভিনয় করেছিলেন তারা। দেখতে দেখতে মাজে কেটে গিয়েছে ৪৬ বছর।

Dev Mithun upcoming cinema Projapoti's first poster come out

উল্লেখ্য ‘প্রজাপতি’  সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয়  টেলিভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। এর আগে বেশ কিছু সিনেমায় ছোটখাটো চরিত্রে অভিনয় করলেও বড় পর্দায় নায়িকা হিসেবে এই প্রথম ডেবিউ করতে চলেছেন তিনি। সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা বিশ্বনাথ বসু এবং কণিকা বন্দ্যোপাধ্যায় কে। জানা যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরে অর্থাৎ বড়দিনের মুক্তি পেতে চলেছে দেব মিঠুন জুটির নতুন সিনেমা ‘প্রজাপতি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥