• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সলমনকে টেক্কা দিল দেব-মিঠুন! ১৫০ দিন ধরে বক্স অফিসে রাজত্ব করে বিরাট রেকর্ড গড়ল ‘প্রজাপতি’

Published on:

Dev Mithun Chakraborty starrer Projapoti made history in Tollywood, earns 13 crore in box office

গত বছর মুক্তিপ্রাপ্ত সেরা বাংলা (Tollywood) ছবিগুলির মধ্যে একটি হল ‘প্রজাপতি’ (Projapoti)। দেব-মিঠুন চক্রবর্তী অভিনীত এই সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছিল। সেই সঙ্গেই জয় করে নিয়েছিল দর্শকমন। বাবা-ছেলের সম্পর্কের রসায়ন নিয়ে তৈরি এই ছবি দারুণ পছন্দ হয়েছিল প্রত্যেকের। সেই জন্যই তো গত ১৫০ দিন ধরে বক্স অফিসে রাজত্ব করছে এই সিনেমা।

একদিকে যখন সলমন খান, আমির খান অভিনীত মোটা টাকা বাজেটের বলিউড সিনেমাগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে, তখনই দেব (Dev)-মিঠুনের (Mithun Chakraborty) ‘প্রজাপতি’ ডানা মেলে উড়ছে। সেই সঙ্গেই রাজত্ব করছে বক্স অফিস এবং দর্শকমনে। এবার এই সিনেমাই একটি বিরাট রেকর্ডও গড়ে ফেলল।

Projapoti movie, Projapoti, Projapoti box office collection

বাবা-ছেলের সম্পর্কের রসায়ন নিয়ে তৈরি ছাপোষা মধ্যবিত্ত পরিবারের গল্প যে দর্শকদের এত ভালো লাগতে পারে তা দেখিয়ে দিয়েছে ‘প্রজাপতি’। ‘পাঠান’, ‘ভোলা’, ‘কিসি কা ভাই কিসি কি জান’ সহ একাধিক ছবি আসলেও এখনও কলকাতার প্রেক্ষাগৃহগুলিতে রাজত্ব করছে দেব-মিঠুনের ‘প্রজাপতি’।

গত বছর রিলিজ করা অন্যতম সফল (বাণিজ্যিক দিক থেকে) বাংলা ছবি হল ‘প্রজাপতি’। গত বছর ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে রিলিজ করেছিল এই সিনেমা। এরপর কেটে গিয়েছে প্রায় ৫ মাস। কিন্তু তা সত্ত্বেও দর্শকদের মন থেকে ‘প্রজাপতি’র জাদু কিন্তু একটুও ফিকে হয়নি।

Projapoti movie, Projapoti, Projapoti box office collection

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই ১৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘প্রজাপতি’। হল কর্তৃপক্ষরা এই প্রসঙ্গে বলেন, দর্শকরা এখনও অবধি ছবিটি দেখতে চাইছেন বলেই সিনেমাহলে ছবিটি। বক্স অফিস রিপোর্ট বলছে, দেব-মিঠুনের সিনেমা গত বছরের সর্বোচ্চ আয়কারী বাংলা সিনেমাও বটে।

‘প্রজাপতি’র কাহিনী আবর্তিত হয় গৌর (মিঠুন) এবং তাঁর ছেলে জয়কে (দেব) ঘিরে। গৌরের সম্পূর্ণ জীবন জুড়ে রয়েছে তাঁর ছেলে। তিনি চান, জয় বিয়ে করুক। কিন্তু জয়ের মনে একটাই ভয়, তাঁর বৌ যদি তাঁর বাবাকে পছন্দ না করে তাহলে কী হবে! এমতাবস্থায় গৌরের কলেজ জীবনের বন্ধু কুসুম (মমতা শঙ্কর) গৌর-জয়ের জীবনে এন্ট্রি নিলে তাঁদের জীবন বদলে যেতে শুরু করে। এরপর কোন দিকে বাঁক নেবে বাবা-ছেলের সম্পর্ক? জানতে হলে হলে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥