সপ্তাহজুড়ে চলতে থাকা সিরিয়ালের দাপটের মাঝেই বিনোদন জগতে ইদানিং বাড়ছে নিত্যনতুন রিয়ালিটি শোয়ের জনপ্রিয়তা। এই মুহূর্তে স্টার জলসার অন্যতম একটি জনপ্রিয় নাচের রিয়ালিটি শো হল ‘ডান্স ডান্স জুনিয়ার সিজন ৩’ (Dance Dance Junior Season 3)। পরপর দু-দুটো সিজন রমরমিয়ে চলার পরএবার প্রায় শেষের মুখে এই নাচের রিয়ালিটি শোয়ের তৃতীয় সিজন।
প্রায় প্রত্যেক সপ্তাহেই এই রিয়ালিটি শোয়ের মধ্যে দিয়েই দর্শকদের জন্য একের পর এক চমক নিয়ে হাজির হয়ে থাকেন নির্মাতারা। শোয়ের বিচারকদের পাশাপাশি মাঝেমধ্যেই হাজির হয়ে থাকেন বিনোদন জগতের সাথে যুক্ত জনপ্রিয় সব সেলিব্রেটিরাও। এবার ‘ডান্স ডান্স জুনিয়র’ সিজন থ্রি-র কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় সপ্তাহে দর্শকদের জন্য থাকছে বিরাট চমক।
আগামী ৩ এবং ৪ ডিসেম্বর এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে হাজির হতে চলেছেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী তথা টলি ক্যুইন কোয়েল মল্লিক। আর এদিন তাঁর উপস্থিতিতেই ডান্স ডান্স জুনিয়রের মঞ্চেই তৈরী হতে চলেছে এক ম্যাজিক মুমেন্ট। কারণ এদিন বাংলা সিনেমার এভারগ্রিন জুটি দেব কোয়েলকে একসাথে পা মেলাতে দেখা যাবে তাদের সুপারহিট সব গানে।
প্রসঙ্গত বাংলা সিনেমার সুপারহিট জুটি দেব কোয়েল জুটির কেমিস্ট্রি নিয়ে নতুন করে কিছুই বলার নেই। রুপোলি পর্দায় তাঁদের কয়েক মিনিটের উপস্থিতিতেই তৈরী হয় দারুন সুন্দর মুহূর্ত। এদিন ডিডিজে-র মঞ্চেও সেই একই দৃশ্য দেখার সাক্ষী থাকতে চলেছেন দর্শক। শুধু তাই নয় এদিন শোয়ের প্রতিযোগীদের সাথেও কোমর দোলাতে দেখা যাবে টলি কুইন কোয়েল মল্লিককে।
এদিন শোয়ের বিচারক এবং প্রতিযোগীদের সাথে নাচে গানে মঞ্চ মাতানোর পাশাপাশি অতিথি বিচারক হিসাবে প্রতিযোগীদের উৎসাহ দিতে দেখা যাবে কোয়েলকে। প্রসঙ্গত আজ থেকে ১৪ বছর আগে ২০০৮ সালে প্রেমের কাহিনী সিনেমায় প্রথমবার একসাথে জুটি বেঁধেছিলেন দেব কোয়েল। সেই থেকে তাঁরা যতবার পর্দায় একসাথে ধরা দিয়েছেন ততবার ছাপ ফেলেছেন দর্শকদের মনে।