টলিউড বা বলিউডের তাবড়-তাবড় অভিনেত্রীদের থেকেও মনামী ঘোষের জনপ্রিয়তা অনেকাংশে বেশি। এক মিলিয়ন ফলোয়ার্স তার। ইউটিউবেও তার নিজস্ব চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় ২৮৫ হাজার। খুব বেশি ছবিতে কাজ করেননি মনামী। ছবির নায়িকা হিসেবেও তাকে দেখা যায়নি বিশেষ। কিন্তু টেলিভিশন থেকে শুরু করলেও সাফল্যের দৌড়ে যে তিনি লং রানের ঘোড়া তা আর বলার অপেক্ষা রাখেনা। সোশ্যাল মিডিয়ায় তাকে দেখা যাওয়া মাত্রই নিমেষে ভাইরাল হয় সেই ছবি বা ভিডিও।
৩০ এর কোঠা পেড়োলেও অভিনেত্রীকে দেখে তা বিন্দুমাত্র বোঝার উপায় নেই। সম্প্রতি ‘ডান্স ডান্স জুনিয়র’ এর বিচারকের পদে রয়েছেন তিনি। সেই মঞ্চেই এবার নাচের ঠুমকায় ফের সকলকে মুগ্ধ করলেন অভিনেত্রী মনামী ঘোষ। তার নাচ দেখে চোখ সরাতে পারেননি খোদ টলি-সুপারস্টার দেবও। মনামীর নাচ দেখে প্রশংশায় তাকে বলতে শোনা গেল ‘কেয়াবাত’। ক্রেজি কিয়ারে গানে নেচেছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, সম্প্রতি হইচইয়ের ওয়েব সিরিজ মৌচাকে অভিনয় করে বিপুল প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী মনামী ঘোষ। এতদিন পর্যন্ত তাবড় – তাবড় অভিনেত্রীরা বৌদির ভূমিকায় সকলের ঘাম ঝরিয়েছেন। প্রথমে স্বস্তিকা মুখার্জি, তারপর মোনালিসা, এবং সর্বশেষ ফ্লোরা সাইনির পর এবার নতুন বৌদি হয়ে ফিরেছেন মনামী।
View this post on Instagram
সর্ব গুনসম্পন্না মনামী নাচের পাশাপাশি নিজেকে সাজিয়ে তুলতেও দারুণ এক্সপার্ট। শাড়ি থেকে ওয়েস্টার্ন সবেতেই তিনি সুপার কুল। মিষ্টি আর চোখের ইশারায় কীভাবে অনুরাগীদের মন কাড়তে হয় তা ভালোই জানেন মনামী।