• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুক্তি পেতেই দারুন মিলল দারুন সাফল্য, ‘কিশমিশ’ ছবির জন্য অস্কারে সম্মানিত দেব!

সম্প্রতি মুক্তি পেয়েছে টলিউডের সুপারস্টার দেব (Dev) পরিচালিত প্রযোজিত ছবি ‘কিশমিশ’ (Kishmish)। ছবিতে দেবের বিপরীতে রয়েছেন রুক্মিণী। গতকাল ছবি রিলিজ হওয়ার পরেই সুখবর পেয়েছেন দেব। মিলেছে সিনেমা হাউসফুল হওয়ার ইঙ্গিত, এমনকি সিনেমাজগতের সবচাইতে বড় সন্মান অস্কার (Oscar)পর্যন্ত পেয়ে গিয়েছেন দেব! নিজেই জানিয়েছেন সুখবর।

ভাবছেন ছবি রিলিজ হতেই কিভাবে অস্কার পেল? না না ভুল নয় ঠিকই পড়েছেন। কিশমিশ ছবির জন্য অস্কার পেলেন দেব। সাত সকালে নিজেই সেই সুখবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকল ভক্তদের সাথে শেয়ার করে নিয়েছেন। যেটা দেখার পর দেব অনুরাগীরা খুশি হয় গিয়েছেন অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন।

   

দেব,কিশমিশ,অস্কার,দেব রুক্মিণী,Dev,Dev Rukmini,Kishmish,Oscar,Dev got Oscar,Kishmish Movie Oscar,Dev father gave him Oscar

এবার প্রশ্ন হল অস্কারটা পেলেন কিভাবে! আসলে অভিনেতা দেবের বাবা গুরুপদ অধিকারী তাকে এই অস্কার দিয়েছেন। বুঝলেন না? এবার তাহলে গোটা ব্যাপারটা গুছিয়ে বলা যাক। অভিনয় জগতে পা দেওয়ার পর থেকেই যখনই নিজের কোনো ছবি রিলিজ হয় সেটা মা বাবাকে নিয়ে সপরিবারে সেই ছবি দেখতে যান। শুক্রবার কিশমিশ ছবিটিও দেখেছেন দেবের মা বাবা। সাথে ছবি দেখে জানিয়েছেন প্রতিক্রিয়া।

একটা কাজোগের মধ্যে বাবা লিখে গিয়েছেন, কিশমিশ সুপার ডুপার হিট! এই লেখা লিখে দরজায় আটকে দিয়েছেন তিনি। যাতে সকলেই সেটা দেবের চোখে আসে। বাবার লিখে যাওয়া এই নোটের ভিডিও দেখিয়ে দেব লিখেছেন, ‘আজ পর্যন্ত  ৩৯ বছরের জীবনে আমার বাবা আমাকে একটি চিঠিও লেখেনি। প্রত্যেকটা সিনেমার মতো আজও আমার বাবা ও আমার পরিবার এসেছিল ‘কিশমিশ’ (Kishmish) দেখতে। সিনেমা শেষ হওয়ার পর ব্যস্ততার কারণে বাবার কাছে জানতে পারিনি কেমন লেগেছে সিনেমাটা। সব শেষে যখন বাড়ি ফিরলাম তখন দেখলাম দরজার বাইরে বাবা লিখেছে ‘Kishmish Super duper Hetes’

Dev Father gives him Oscar for Kishmish

শুধু তাই নয়, তিনি আরও বলেন, আজ মনে হল যেন বাবাকে জীবনে প্রথমবার গর্ববোধ করতে পারলাম। কিশমিশ আপনাদের কতটা ভালো লাগবে সেটা আমার জানা নেই। কিন্তু আজকের দিনের এই অনুভূতি আমার কাছে কিশমিশের মতই মিষ্টি হয়ে থাকবে সারাটা জীবনধরে। সিনেমার ভাষায় বলতে গেলে আজ অস্কার পেলাম।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

প্রসঙ্গত, কিশমিশ রিলিজের দিনেই দর্শকদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন দেব-রুক্মিণী। বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেক ছবিই পাইরেটেড হয়ে যাচ্ছে। তবে দর্শকদের কাছে তারা আর্জি জানিয়েছেন যে সবাই সিনেমা হলে এসে ছবিটা দেখুন। বাংলা ছবির পাশে দাঁড়ান।