• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যেকোনো সমস্যায় একটা ফোন কোরো! করোনা আক্রান্ত জিতকে পাশে থাকার বার্তা দিলেন দেব

দেব,জিত,শুভশ্রী,টলিউড,করোনা ভাইরাস,Dev,Jeet,Corona virus,Subhasree Ganguly,Tollywood

করোনার (Corona virus) দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই জর্জরিত গোটা দেশ। হুহু করে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। ক্রমেই আরও ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। সবচেয়ে বেহাল দশা মহারাষ্ট্রের। বলিউডের একঝাঁক তারকা ইতিমধ্যেই আক্রান্ত করোনায়৷ এবার বলিউডের পাশাপাশি টলিউডেও (Tollywood) এও এসে পড়েছে করোনার থাবা।

মঙ্গল বারেই করোনায় আক্রান্ত হন সুপারস্টার অভিনেতা জিৎ (Jeet)। নিজের ট্যুইটার হ্যান্ডেলে সেকথা জানাতেই এহেন কঠিন পরিস্থিতিতে জিতের পাশে থাকার বার্তা দিলেন টলিউডের ‘দুই পৃথিবীর’ আরেক পৃথিবী দেব। লিখলেন, ‘দ্রুত সেরে ওঠো ফাইটার। জানি, তোমার হয়ত প্রয়োজন হবে না, কিন্তু আমি আছি. যে কোন প্রয়োজনে মাত্র একটা ফোন কল দূরে’।

jeet dev

শুধু অভিনয়ই নয় বারংবার অমায়িক ব্যবহারের জন্যেও মানুষের মন জিতে নিয়েছেন দেব। তিনি যেন টলিউডের সোনু সুদ। টলিউডের দেবের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী যদি কেউ হয়ে থাকেন তিনি জিৎ। কিন্তু দেবের মধ্যে বিন্দুমাত্র দেখা গেল না সেই মানসিকতা। বরং নিজের সহকর্মীর প্রতি শ্রদ্ধা, সম্মান উজার করে দিলেন অভিনেতা। তার এই বিনয়ে আবারো মুগ্ধ তার অনুরাগীরা।

জিতের পরেই খবর আসে করোনায় আক্রান্ত অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিও। সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট পোস্ট করে শুভশ্রী লিখেছেন, ‘আমার কোভিড রিপোর্ট পজিটিভ এল। তবে আমার ছেলে, যুবান সুস্থ আছে। রাজ এই মুহূর্তে ব্যারাকপুরে। আমি বড়িতেই কোয়ারেন্টাইনে আছি। পরিবারের সুরক্ষার কথা মাথায় রেখে আমি সমস্ত কোভিডবিধি মেনে চলছি। সকলকে অনুরোধ করছি, মাস্ক পরুন, স্যানিটাইজ করুন, এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। ভাইরাস আবার ফিরে এসেছে। সকলে সাবধানে থাকুন।’ তবে প্রাক্তন প্রেমিকা শুভশ্রীর জন্য কোনো বার্তা দেননি দেব।

jeet dev

আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে আছেন জিৎ। গতমাসে কলকাতার এর বেসরকারি হাসপাতালে করোনার প্রথম টিকা নেন জিত। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের কোভিড টেস্ট করতে আবেদন জানিয়েছেন জিৎ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥