• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গোলন্দাজের মোটাসোটা লুকের খোলস ছেড়ে এখন স্কুল পড়ুয়া দেব! এইভাবে এই অসাধ্য সাধন করেছেন অভিনেতা

Published on:

দেব,গোলন্দাজ,কিশমিশ,ওজন,Dev,golondaaz,kishmish,weight

দেবের (Dev) আসন্ন ছবি ‘কিশমিশ’ (kishmish) ইতিমধ্যেই মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে। গত বছর থেকেই দেবের কেরিয়ার গ্রাফ উর্ধমুখী। আগের বছর পুজোর সময় মুক্তি পেয়েছিল ‘গোলন্দাজ’ (Golondazz) এবং তারপর বছর শেষে ক্রিসমাসের সময় দেবের জন্মদিনেই মুক্তি পায় তার আরও একটি ছবি ‘টনিক’, এবং এই ছবি বক্স অফিসে চূড়ান্ত হিট হয়েছে। এখনও বেশ কিছু হলে রমরমিয়ে চলছে দেবের এই ছবি।

এরমধ্যেই ইতিমধ্যেই সামনে এসেছে দেবের আসন্ন ছবি ‘কিশমিশ’ এর ফার্স্ট লুক। এই ছবিতে চারটি আলাদা আলাদা লুকে দেখা যাবে দেবকে। আর এর মধ্যে সবচেয়ে হটকে লেগেছে দেবের কলেজপড়ুয়ার লুক। কলেজ বয় দেবের গোল গোল চশমা, কোঁকড়ানো চুল, আর মিষ্টি হাসি ইতিমধ্যেই মন কেড়েছে দর্শকদের। তাকে জানানো হয়, কলেজ পড়ুয়ার চরিত্রের জন্য একটি ২৩ ২৪ বছরের ছেলেকে কাস্ট করবেন তিনি।

দেব,গোলন্দাজ,কিশমিশ,ওজন,Dev,golondaaz,kishmish,weight

আর বাকি চরিত্রে অভিনয় করার কথা ছিল দেবেরই। তাই ধীরে ধীরে ওজন কমাতে পারেন দেব এমনই পরামর্শ দিয়েছিল সে। কিন্তু মাত্র দেড় মাস বাদেই নিজের ওজন কমিয়ে ঝরঝরে চেহারায় ফিরে সকলকে চমকে দিয়েছিলেন তিনি।

দেব,গোলন্দাজ,কিশমিশ,ওজন,Dev,golondaaz,kishmish,weight

দেব জানান, গোলন্দাজের পর মাত্র কয়েকমাসের মধ্যে ১১০ কেজি থেকে ৪০ কেজি কমিয়ে টিনটিনের লুক তৈরি সহজ কাজ ছিলনা। আর এই কাজটা মাত্র দেড় মাসে করেছেন তিনি। শ্যুটিং এর সময় দেবকে সেরকম কিছু খেতেন না৷ খেলেও সেদ্ধ খাবার৷

 

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

পরিচালক রাহুল দেবের পরিশ্রম দেখে অবাক। তিনি আরও জানান, দেব জিম যেতেন না যাতে পেশী ফুলে যায়। প্রোটিন সমৃদ্ধ বাড়ির খাবারই খেতেন বেশি। চল্লিশ কেজি ওজন কমানোর পর বাকি অন্য চরিত্রের প্রয়োজনে আরও ৫ কেজি বাড়াতেও হয় দেবকে। দেব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তা মেন্টেন করেছেন। এর জেরেই গোলন্দাজের গাট্টাগোট্টা দেব ছিপছিপে টিনটিন হতে পেরেছেন। আগামী ২৯ শে এপ্রিল মুক্তি পাবে কিশমিশ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥