• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেবের মুকুটে নতুন পালক! ‘বঙ্গভূষণ’ পাচ্ছেন অভিনেতা, তালিকায় রয়েছেন ঋতুপর্ণা সহ অনেকে 

বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির সুপারস্টার দের মধ্যে অন্যতম হলেন দেব অধিকারী (Dev Adhikary)। তিনি শুধু একজন অভিনেতাই নয় সেখানে তিনি হলেন একজন ভালো মনের মানুষও। অভিনয়ে আসার পরপরই যোগ দিয়েছিলেন রাজনীতিতে। ইতিমধ্যেই  বেশ কয়েক বছর কাটিয়ে ফেলেছেন তিনি।  তাই এখন তিনি শুধু একজন অভিনেতাই নন তিনি হলেন বাংলার একজন জনপ্রতিনিধিও।

গোটা বাংলা জুড়ে অগণিত ভক্ত রয়েছে তাঁর। দিনে দিনে দর্শকমলে বেড়েই চলেছে দেবের সেই জনপ্রিয়তা। তাই অনুরাগীদের  জন্যই সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ থাকেন দেব। জীবনের নানান টুকরো ছবি শেয়ার করে নেন ভক্তদের সাথে।এরই মধ্যে দেব ভক্তদের জন্য অপেক্ষা করছে সুখবর। খুব তাড়াতাড়ি দেবের মুকুটে জুড়তে চলেছে নতুন পালক। এবার রাজ্যের তরফে ‘বঙ্গভূষণ’ (Bangavushan) সম্মান পেতে চলেছেন অভিনেতা।

   

দেব অধিকারী,Dev Adhikary,মমতা বন্দ্যোপাধ্যায়,Mamata Banerjee,বঙ্গভূষণ,Bangavushan,ঋতুপর্ণা সেনগুপ্ত,Rituparna Sengupta

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে ওই চিঠিতে দেবকে আমন্ত্রণ জানিয়ে লিখেছেন “বাংলা চলচ্চিত্রে আপনি একজন যশস্বী অভিনেতা। আপনার অসামান্য অভিনয় ক্ষমতা বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। চলচ্চিত্র শিল্পে আপনার অবদান প্রশ্নাতীত। আপনার গৌরবে আমরা গৌরবান্বিত।’

দেব অধিকারী,Dev Adhikary,মমতা বন্দ্যোপাধ্যায়,Mamata Banerjee,বঙ্গভূষণ,Bangavushan,ঋতুপর্ণা সেনগুপ্ত,Rituparna Sengupta

জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ সোমবারেই কলকাতার নজরুল মঞ্চে রাজ্যের তরফে ‘বঙ্গভূষণ’ দেওয়া হবে। তবে শুধু দেব নন, তার সাথেই এই তালিকায় রয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও (Rituparna Sengupta)। এছাড়াও এদিন নাম মনোনীত করা হয়েছে, গায়িকা কৌশিকী চক্রবর্তী, শ্রেয়া ঘোষাল সহ তবলা বাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়, থেকে শুরু করে  শরদ বাদক দেবজ্যোতি বসুরও।

cropped-Rituparna-Sengupta-1.jpg

বিনোদন জগৎ ছাড়াও ‘বঙ্গভূষণ’-এর এই বিশেষ সম্মান পেতে চলেছেন তিন বিশিষ্ট অর্থনীতিবিদ অর্মত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং কৌশিক বসু। এছাড়া  চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য রাজ্য সরকারের তরফে এই সম্মান দেওয়া হবে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে।