• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একজনের ভুলের জন্য গোটা টলিউডকে দায়ী করা উচিত নয়, অর্পিতা প্রসঙ্গে জানালেন দেব, ঋতুপর্ণা

বাংলার এক অবিচ্ছেদ্য অংশ হল টলিউড (Tollywood)। বহু অভিনেতা-অভিনেত্রী এই টলিউডের হাত ধরেই সাফল্য পেয়েছেন। দর্শকদের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন। বাংলার এবং বাঙালির কাছে খুবই সম্মানের এবং গর্বের হল এই টলিউড। একই রকমভাবে টলিউডের শিল্পীদের কাছেও তাঁদের কাজের জায়গা খুব প্রিয়। সেই টলিউডের গায়ে আঁচ আসলে যে তাঁরা ছেড়ে কথা বলবেন না তা একেবারে পরিষ্কার।

সম্প্রতি শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় রাজ্যের অপসারিত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ মডেল অর্পিতা মুখোপাধ্যায়ের জন্য সম্পূর্ণ টলিউডকে কাঠগড়ায় তুলেছে সাধারণ মানুষ। গোটা টলিপাড়াকেই এই জন্য দায়ী করেছেন তাঁরা। আর এই বিষয়টিই মেনে নিতে নারাজ টলিপাড়ার দুই সুপারস্টার দেব (Dev) এবং ঋতুপর্ণা দেনগুপ্ত (Rituparna Sengupta)।

   

Dev and Rituparna Sengupta talks about Arpita Mukherjee case

সরাসরি অর্পিতার বিষয়ে দেব কিংবা ঋতুপর্ণা কেউই কোনও মন্তব্য করেননি। তবে এই প্রসঙ্গে দেব বলেন, ‘আমি পার্থ চট্টোপাধ্যায় নই আবার আমার নাম অর্পিতা মুখোপাধ্যায়ও নয়। তাঁরা কী করেছেন সেই কথা তাঁরাই বলতে পারবেন। কারণ আমি যা বলব সেটা হয় পক্ষে নাহয় বিপক্ষে হবে। তাই আমি যে বিষয়ে জানি না, সেই বিষয় কোনও মন্তব্য করব না’।

অপরদিকে ঋতুপর্ণাও এই বিষয়েও একটু ‘সাবধানতা’ই অবলম্বন করেছেন। অভিনেত্রী বলেন, নিজের কাজের মাধ্যমেই টলিউডের পরিচয়। বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি এত বছর ধরে নিজের কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। তাই এখন একজন ব্যক্তি যদি টলিপাড়ার সুনাম মাটিতে মিশিয়ে দিতে চান তাহলে তিনি মেনে নেবেন না।

Arpita Mukherjee

ঋতুপর্ণার মতে, কোনও একজন ব্যক্তির কাজ বা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে সম্পূর্ণ ইন্ডাস্ট্রিকে বিচার করা উচিত নয়। কারণ ইন্ডাস্ট্রি তাঁদের কাজের জায়গা। এত বছর ধরে এখানে কাজ করেছেন তিনি এবং এই জায়গা তাঁদের কাছে ঈশ্বরের মতো।

একই সুর শোনা গিয়েছে ‘মহানায়ক’ দেবের গলাতেও। ‘চ্যালেঞ্জ’, ‘কিশমিশ’ খ্যাত অভিনেতা বলেন, টলিউড একদিনে তৈরি হয়নি। এই ইন্ডাস্ট্রি অনেক পুরনো। তাই একজন ব্যক্তি বা তাঁর কাজের জন্য সম্পূর্ণ ইন্ডাস্ট্রিকে দোষারোপ করা ঠিক নয়।