• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলার সুপারস্টার দেব বলে কথা! ‘বাড়িতাই বিচ’ নিমেষে ভাইরাল বিলাসবহুল সুইমিং পুলের ছবি

বাংলার সুপারস্টার দেব অধিকারী (Dev Adhikary)। গোটা বাংলা জুড়ে অগণিত ভক্ত রয়েছে তাঁর। তবে শুধু অভিনেতা কিংবা বাংলার প্রযোজক হিসাবেই নয়, হার্টথ্রব দেবের রয়েছে আরও একটি পরিচয়। রাজ্যের জন প্রতিনীধিও তিনি। দেখতে দেখতে বেশ কয়েক বছর পার হয়েছে এখন রাজনীতিতেও বেশ ভালোই হাত পাকিয়েছেন এই বাংলার জনপ্রিয় তারকা।

এমনিতে তারকাদের জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। আর সেই তারকা যদি হয়ে থাকেন স্বয়ং বাংলার সুপারস্টার দেব তাহলে তো আর কথাই নেই। শুরু থেকেই গোটা বাংলার জুড়ে একটা দারুন ফ্যান ফলোয়িং রয়েছে অভিনেতার।  দিনে দিনে দর্শকমলে বেড়েই চলেছে দেবের সেই জনপ্রিয়তা। তাই অনুরাগীদের  জন্যই সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ থাকেন দেব।

   

দেব অধিকারী,Dev Adhikary,বিলাসবহুল,luxurious,সুইমিং পুল,Swiming Pool

এই কারণেই মাঝে মধ্যেই নিজের জীবনের নানান টুকরো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন অভিনেতা। যা ভাইরাল হয়ে যায় নিমেষের মধ্যে।তাছাড়া বরাবরই সেলিব্রেটিদের ব্যক্তিগত জীবন হোক কিংবা অন্দরমহল সেদিকে উঁকি দিতে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই চিরকালই।

দেব অধিকারী,Dev Adhikary,বিলাসবহুল,luxurious,সুইমিং পুল,Swiming Pool

আর এবার দর্শকদের জন্য নিজের বাড়ির অন্দরমহলের এক টুকরো ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন দেব।সেই ছবিতে দেখা যাচ্ছে বাংলার এই সুপারস্টারের বাড়ির মধ্যেই রয়েছে ঝাঁচকচকে বিলাসবহুল (luxurious) সুইমিং পুল (Swiming Pool )। অনুরাগীদের জন্য সেই পুলেরই এক ঝলক দেখার সুযোগ করে দিয়েছেন দেব নিজে।

দেব অধিকারী,Dev Adhikary,বিলাসবহুল,luxurious,সুইমিং পুল,Swiming Pool

আর সেই ছবি দেখে সত্যিই এক প্রকার চোখ ধাঁধিয়ে গিয়েছে সকলের।আর এই ছবি দেব নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল শেয়ার করতে না করতেই তা ভাইরাল হয়েছে, নিমেষের মধ্যে। দেবের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে সুইমিংপুলে নিজের পোষ্যের সাথেও সাথে পোজ দিয়েছেন অভিনেতা। আর পুলের ধরে দু’পাশে  বসে রয়েছেন তার মা-বাবা।

দেব অধিকারী,Dev Adhikary,বিলাসবহুল,luxurious,সুইমিং পুল,Swiming Pool

আরেকটি ছবিতে দেখা যাচ্ছে সুইমিং পুলের পাড়ে জলের মধ্যে দাড়িয়েই  নিজের পোষ্যদের আদর করে দিচ্ছেন দেব। এই ছবির ক্যাপশনে অভিনেতা জানিয়েছেন নিজের বাড়িতেই বীচ ভ্যাকেশনের মজা উপভোগ করছেন তিনি। প্রসঙ্গত বর্তমানে অভিনেতা মিঠুন চক্রবর্তীর সাথে  ‘প্রজাপতি’ সিনেমার শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন।সামনেই পুজোতে আসছেন প্রসেনজিৎ চক্রবর্তীর সাথে ‘কাছের মানুষ’ সিনেমা নিয়ে।

site