• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সম্পর্ক না থাকলেও সম্মানটা আছে ঠিকই! প্রাক্তন সম্পর্কে বিস্ফোরক দেব 

Updated on:

দেব,Dev,কাছের মানুষ,Kacher Manush,শুভশ্রী,Subhashree,প্রাক্তন,Ex

টলিউডের প্রথম সারির সুপারস্টার দের কথা উঠলে প্রথমেই আসে একটাই নাম তিনি হলেন দেব।সিনেমা জগতে তো বটেই সেই সাথে অভিনেতা দেব বহুদিন আগেই হাত পাকিয়েছেন প্রযোজনাতেও। এখন তাকে ছোট পর্দার রিয়েলিটি শোতেও বিচারকের আসনে দেখা যায়। পাশাপাশি তার অবাধ যাতায়াত রাজনীতির ময়দানেও। বাংলার অন্যতম তারকা সংসদ তিনি।

সামনেই মুক্তির অপেক্ষায় তাঁর আসন্ন সিনেমা ‘কাছের মানুষ’। পুজোর মুখেই অর্থাৎ ৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে দেবের এই সিনেমা। এই সিনেমায় দেবের সাথে দেখা যাবে টলিউডের ইন্ডাস্ট্রি বলে পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও। আসন্ন এই সিনেমার শুটিং হয়েছে শহর কলকাতায়। এপ্রসঙ্গে অভিনেতা দেব জানিয়েছেন কলকাতায় শ্যুট করে তার মনে হয়েছে  ইদানিং কলকাতা ভীষণ শুটিং ফ্রেন্ডলি হয়ে গিয়েছে।

দেব,Dev,কাছের মানুষ,Kacher Manush,শুভশ্রী,Subhashree,প্রাক্তন,Ex

কাছের মানুষ সিনেমায় দেবের বিপরীতে রয়েছেন  টলি অভিনেত্রী ইশা সাহা। কিন্তু বাস্তবে দেবের কাছের মানুষ কে? এতদিনে সকলেই নিশ্চই জেনে গিয়েছেন তাঁর নাম।  তিনি হলেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র।  এই সম্পর্কের কথা কোনোদিনই লুকিয়ে রাখেননি দেব। তবে বছর দশেক আগে বিষয়টা ছিল সম্পূর্ণ  অন্যরকম। সে সময় টলিউডের অন্যতম প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর সাথে চুটিয়ে প্রেম করতেন দেব।

দেব,Dev,কাছের মানুষ,Kacher Manush,শুভশ্রী,Subhashree,প্রাক্তন,Ex

পর্দায় একসাথে জুটি বেঁধে তারা উপহার দিয়েছেন একাধিক সুপার হিট সিনেমা। তালিকায় রয়েছে ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’,থেকে শুরু করে ‘রোমিও’ এবং ‘খোকাবাবু’-র মতো সিনেমা। তবে শুভশ্রী এখন দেবর জীবনে অতীত। ব্রেকআপের পর আর কখনোই তাদের একসাথে দেখা তো দূরের কথা কাউকে কারও সম্পর্কে মন্তব্য পর্যন্ত করতে দেখা যায়নি।

দেব,Dev,কাছের মানুষ,Kacher Manush,শুভশ্রী,Subhashree,প্রাক্তন,Ex

যদিও সম্পর্কে থাকাকালীনও কখনোই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দেব কিংবা শুভশ্রী কেউই। কিন্তু সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন ‘জীবনে আমারও ব্রেকআপ হয়েছে, কিন্তু দোষটা আমার না ওর তা  নিয়ে কোনওদিন কথা বলিনি। সম্মানটা রেখেছি। আর আমিও কিন্তু ঘুরে দাঁড়িয়েছি’। সবশেষে অভিনেতার সংযোজন ‘সব ব্রেকআপ মানেই সুইসাইড এমনটা নয়’।। তবে  এক্ষেত্রে তিনি আদতে শুভশ্রীর কে উদ্দেশ্য করে কিছু বলেছেন কিনা সেই বিষয়টি কিন্তু স্পষ্ট নয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥