• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেবের অনুরাগীর সংখ্যা কম নেই! কিন্তু অভিনেতা কোন তার প্রিয় তারকার জন্য পাগল, জেনে নিন

দেব,দীপক অধিকারী,টলিউড,খোকাবাবু,করোনা ভাইরাস,পরিযায়ী শ্রমিক,Dev,Tollywood,Tollywood actor Dev,Corona Virus,Dipak Adhikary,Dance Dance junior,anil kapoor,অনিল কাপুর,ডান্স ডান্স জুনিয়র

অন্যান্য তারকাদের মতোন সোশ্যাল মিডিয়ায় একেবারেই সক্রিয় নন টলিউডের প্রথম সারির অভিনেতা দেব (Dev) ওরফে দীপক অধিকারী (Dipak Adhikary)। সারাক্ষণই নানান কাজে ব্যস্ত থাকেন অভিনেতা। অভিনয়ের পাশাপাশি তিনি একাধারে প্রযোজক, নেতা এবং সমাজসেবীও বটে।

তাকে বাংলার সোনু সুদ বললেও ভুল বলা হয়না। করোনা কালে যখন দীর্ঘদিনের লকডাউনে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ তখন নেপাল থেকে নিজের চেষ্টায় ২৫০ জন পরিযায়ী শ্রমিককে ঘরে ফিরিয়েছিলেন বাংলার ‘খোকাবাবু’। তার আগেও দুই অন্তঃসত্ত্বা সহ ৩৬ জন পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরার ব্যবস্থা করে দিয়েছিলেন অভিনেতা সাংসদ দেব।

dev

 

এই সময়ে দাঁড়িয়েও রাজনীতি, অভিনয়, এবং নিজের সমস্ত দায়িত্ব একা হাতেই সামলে যাচ্ছেন অভিনেতা। পাশাপাশি ‘ডান্স ডান্স জুনিয়র ‘ সিজন ২ এর বিচারকের দায়িত্বও সামলাচ্ছেন তিনি। সম্প্রতি সেখানেই নিজের পছন্দের তারকাকে দেখে ‘ফ্যানবয়’ মোমেন্ট তৈরি হল দেবের।

দেব,দীপক অধিকারী,টলিউড,খোকাবাবু,করোনা ভাইরাস,পরিযায়ী শ্রমিক,Dev,Tollywood,Tollywood actor Dev,Corona Virus,Dipak Adhikary,Dance Dance junior,anil kapoor,অনিল কাপুর,ডান্স ডান্স জুনিয়র

আসলে ‘ডান্স ডান্স রিয়েলিটি’ শোয়ের মঞ্চে এদিন উপস্থিত ছিলেন বিখ্যাত বলিউড অভিনেতা অনিল কাপুর (Anil kapoor) । মিস্টার ইন্ডিয়াকে চাক্ষুস দেখতে পাওয়া এবং তার সঙ্গে এক মঞ্চ ভাগ করে নেওয়ার অনুভূতিটা দেবের কাছে আলাদা রকমের ছিল। অনিলের সিনেমা ছোট থেকে দেখতেন দেব, তার থেকেই অভিনয়ের অনেক খুটিনাটি শেখা বাঙলার খোকাবাবুর। তাকেই একদম সামনে দেখতে পেয়ে দেবের কার্যত ‘ফ্যানবয়’ মোমেন্ট তৈরি হয়েছিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥