• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অনিচ্ছা সত্ত্বেও জোরজবরদস্তি নিক্কিকে চুমু খেয়ে জেল যাবার মুখে কুমারশানু পুত্র জান

Published on:

বিগবস মানেই বিতর্ক। বাড়ির মধ্যে কখনো লেগে আছে ঝগড়া অশান্তি, কখনোবা চলছে চুপিচুপি প্রেম। বিগবসের বাড়ির ভিতরে ঠিক কী চলছে তা জানতে ইতিমধ্যেই রোজ নিয়ম করে টিভির সামনে ভীড় জমাচ্ছে বিগবসের ভক্তরা। যতই সিজন বাড়ুক বিগবস নিয়ে মাতামাতিতে কিন্তু এক বিন্দুও ভাটা পড়েনি। সলমনের সঞ্চালনায় বিগবস ১৪ এক্কেবারে জমে ক্ষীর। রোজই নতুন নতুন কান্ড ঘটছে বিগবসের বাড়িতে।

বিগবসের প্রতিযোগীরা কোনোওভাবেই দর্শকদের বোর হতে দিচ্ছেন না। বিগবসের শুরু থেকেই বেশ জমে উঠেছিল নিক্কি তাম্বোলি এবং জানের বন্ধুত্ব। একেবারে গলায় গলায় ছিলেন তারা৷ কিন্তু এবার তাদের মধ্যেই শুরু হল জোর অশান্তি। জানের বিরুদ্ধে নিক্কির অভিযোগ, নিক্কির কনসেন্ট ছাড়াই বারবার বারণ করা সত্ত্বেও তাকে জোর করে চুমু খেয়েছে জান কুমার শানু। এমনকি পুরনো বন্ধু জানকে জেলে পাঠানোর হুমকিও দেন নিক্কি।

এর আগেও বহু বিতর্কে নাম জড়িয়েছে কুমার পুত্রের। সম্প্রতি বিগবসের বাড়িতে মারাঠি ভাষাকে অপমান করে বেজায় বিপাকে পড়েছিলেন জান কুমার শানু। এই নিয়ে বড়সড় জলঘোলাও শুরু হয়েছিল, উঠেছিল বিতর্কের ঝড়।

এদিকে, বিগবসে এত অশান্তির মাঝেও প্রেমে মজেছেন এজাজ খান এবং পবিত্র পুনিয়া৷ নতুন প্রমোতে দেখা যাচ্ছে, পবিত্র যখন নিক্কির সঙ্গে কথা বলতে ব্যস্ত তাঁর ফাঁকে এজাজ এসে হঠাৎই পবিত্র পুনিয়াকে চুম্বন করে বসেন।যখন তখন সুযোগ পেলেই দুজন দুজনকে জড়িয়েও ধরছেন।

 

View this post on Instagram

 

A post shared by Colors TV (@colorstv)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥